243532

মেরে ঘরছাড়া করেছে ছেলে, বৃদ্ধা মায়ের অভিযোগ

৮০ বছর বয়সী নারীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তারই ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার বালুরঘাট থানার চকভৃগু এলাকায় ঘটনাটি ঘটেছে।মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বৃদ্ধা গৌরীবালা দাস দু’দিন ধরে নিজের মেয়েদের শ্বশুরবাড়িতে থাকছেন। কিন্তু তিনি নিজের বাড়িতেই থাকার দাবি নিয়ে শুক্রবার বালুরঘাট থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।পুলিশ বলছে, চকভৃগুর বাসিন্দা বিধবা গৌরীবালার দুই ছেলে তিন মেয়ে। বৃদ্ধার বড় ছেলে ও আরো দুই মেয়ে অন্য জায়গায় থাকেন। এক মেয়ে বালুরঘাটের চকভবানীর বাসিন্দা। ওই বৃদ্ধা ছোট ছেলে নিতাইয়ের সঙ্গে নিজের বাসভবনেই থাকেন।ছোট ছেলে নিতাই পেশায় লরি চালক। দু’দিন আগে ছোট ছেলে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বৃদ্ধা। তার পর তিনি চকভবানীর বাসিন্দা মেজ মেয়ের বাড়িতে গিয়ে ওঠেন।

গৌরীবালা জানান, বড় ছেলের প্রতি মাসে দেওয়া চারশ টাকা এবং বার্ধক্যভাতার সাতশ টাকায় কোনো মতে দিন পার হয়। ছোট ছেলে নিতাই বিয়ে করেনি। প্রায়ই রাতে নেশা করে এসে তাকে মারধর করে বলে অভিযোগ।গত মঙ্গলবার তাকে মারধর করে ছোট ছেলে বাড়ি থেকে বের করে দেয় বলে বৃদ্ধার অভিযোগ। আজ বিচার চেয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করেন ওই বৃদ্ধা। ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।এদিকে অভিযুক্ত নিতাই মাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তার মা নিজের মেয়েদের বাড়িতে গিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মারধরের অভিযোগ করেছেন বলে দাবি করেন তিনি।গৌরীবালা বলেন, তার অবর্তমানে ওই বাড়ি ছেলে-মেয়েরা পাবে। অথচ ছোটছেলে বাড়ি দখলের উদ্দেশ্যে মারধর করে আমাকে তাড়িয়ে দিয়েছে।বালুরঘাট থানার পুলিশ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

ad

পাঠকের মতামত