243036

ভোটের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছুটিতে দেশে সকল ব্যাংকের এটিএম বুথ, পয়েন্ট অব সেলস (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ব্যাংকিংয়ে নিরবচ্ছিন্ন লেনদেনের জন্য পযাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনের ছুটির সময় সব ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহসহ বুথের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এছাড়া অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে ওয়ান টাইপ পাস ওয়ার্ড (ওটিপি) ব্যবস্থা চালু রাখতে বলা হয়েছে। এর সাথে সব ধরনের লেনদেনে গ্রাহককে মোবাইল ফোনে বার্তা বা এস এম এস পাঠানো এবং অন্য সেবা প্রদানের জন্য হেল্পলাইনও চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে।নির্বাচনী ছুটিতে সব ধরনের লেনদেন করার সময় গ্রাহকরা যেন সর্তকতা অবলম্বন করেন তাই দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গণমাধ্যমে প্রচারণা করারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ।

ad

পাঠকের মতামত