জামায়াতের প্রার্থী থাকবে জানলে, ঐক্যফ্রন্টে যোগ দিতাম না: ইন্ডিয়ান এক্সপ্রেসকে ড. কামাল
নির্বাচনে বিএনপির প্রতীকে (ধানের শীষ) জামায়াত নেতারা প্রার্থী হবে জানলে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতেন না বলে দাবি করেছেন জোটের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বুধবার (২৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২২ জন নেতার ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসের কামাল হোসেন বলেন, ‘দুঃখের সঙ্গে আমাকে বলছে হচ্ছে জামায়াত নেতাদের মনোনয়ন দেওয়াটা বোকামি। আমি লিখিত দিয়েছি যে, জামায়াতকে কোনও সমর্থন দেওয়া এবং ধর্ম, মৌলবাদ, চরমপন্থাকে সামনে আনা যাবে না।’
তিনি দাবি করেন, ‘যদি জানতাম জামায়াত নেতারা বিএনপির প্রতীকে নির্বাচন করবেন, তাহলে আমি এতে যোগ দিতাম না।’নির্বাচনে জয় লাভ করে জাতীয় ঐক্যফ্রন্ট যদি সরকার গঠন করে, তখন জামায়াত নেতাদের কোনও ভূমিকা থাকে, তাহলে ড. কামাল তাদের সঙ্গে একদিনও থাকবেন না বলেও জানান।ভারতের সঙ্গে বিএনপি’র সম্পর্ক প্রসঙ্গে ড. কামাল বলেন, ‘ভারতকে বিএনপি বলেছে, তারা ভুল ছিল। খালেদা জিয়া যখন ভারত গেলেন, তখন তিনি তাদের এটা বলেছেন। এটা তাদের ভুল উপলব্ধির প্রক্রিয়ার অংশ, খালেদা জিয়া (বিএনপি) নিজেদের অবস্থান সংশোধন শুরু করেছেন।’
ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন কিনা, এমন প্রশ্নের জবাবে কামাল বলেন, ‘আমি, হ্যাঁ বা না বলবো না। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনও পদ ও বেতন ছাড়াই কাজ করতে আগ্রহী।’নির্বাচনের বিষয়ে কামাল হোসেন বলেন, ‘আমি ভোটের দিনের অপেক্ষায় আছি। ভোটের দিন একটি স্বাধীনতার দিন। যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে তা হবে দ্বিতীয় স্বাধীনতা দিন। এখন গণতন্ত্র বিপদগ্রস্ত। যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে স্বাধীনতা অর্থপূর্ণ হবে।’










