240498

নিরাপদে ভোট প্রদানের নিশ্চয়তাসহ তরুণদের ৫ দাবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপদে ভোট প্রদানের নিশ্চয়তাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে একদল তরুণ। এ দাবিতে তারা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, শাহবাগ, কাটাবন, নীলক্ষেত এলাকায় লিফলেট বিতরণ করেন। তারা ‘নিরাপদ বাংলাদেশ চাই’ শীর্ষক ব্যানারে এসব দাবি তুলে ধরেন। এর আগে বুধবার ঢাবি এলাকায় তারা লিফলেট বিতরণ করেন।তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- নিরাপদে ভোট প্রদানের নিশ্চয়তা প্রদান, নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ সড়ক, কোটা সংস্কার আন্দোলনে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আন্দোলনে হামলাকারীদের বিচার, নির্বিচারে হামলা-মামলা ও গ্রেপ্তার বন্ধ এবং গণমানুষের নিরাপত্তা। এসব দাবিতে তারা পর্যায়ক্রমে আলোচনা ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলেও জানান।

তরুণদের এই ব্যানারে নেতৃত্ব দেন কোটা সংস্কার আন্দোলনে গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। এসময় তাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, আহমদ কবির, বিন ইয়ামিন মোল্লা, জাহিদুল ইসলাম নোমান, জালাল আহমেদ প্রমুখ।লিফলেট বিতরণকালে পরিষদের যুগ্ম-আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, ছাত্রসমাজ এই দেশের প্রয়োজনে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা ভূমিকা রেখেছে। বর্তমান পরিস্থিতিতে জনমানুষের নিরাপদ ভোটের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রসমাজ কাজ করে যাবে।

ad

পাঠকের মতামত