239597

সখীপুরে কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকীর নির্বাচনী প্রচারণার গাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক।। টাঙ্গাইলের সখীপুরে ঐক্যফ্রন্টের প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকীর নির্বাচনী প্রচারণার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা সভাপতি ও ঐক্যফ্রন্ট্রের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার কচুয়ায় নির্বাচনী প্রচারণায় আওয়ামীলীগ ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার কচুয়া বাজারে আ.লীগ ও ঐক্যফ্রন্টের নির্বাচনী মিছিলে দু পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক আজাদ হিরাসহ তিনজন আহত হয় বলে জানান ছাত্রলীগের নেতাকর্মীরা। ঐ ঘটনার জেরে রোববার রাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সখীপুর পৌর শহরে প্রতিবাদ মিছিল বের করে।মিছিলটি সখীপুর শহরের ফোয়ারা চত্বরে পৌঁছালে সেখানে থাকা কুঁড়ি সিদ্দিকীর প্রচার গাড়ি ভাঙচুর করে তারা।

এদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রোববার রাতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো.সজীব আহমেদ বাদী হয়ে কৃষক শ্রমিক জনতা লীগের ৫৪ জনসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমানকে গ্রেপ্তার করে।

মামলার বাদী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো.সজীব আহমেদ বলেন, ‘রোববার বিকেলে কচুয়া বাজারে আ.লীগের মিছিল নিয়ে যাওয়ার সময় ধানের শীষের মিছিলের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক আজাদ হিরাসহ তিনজন আহত হয় এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’ মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) ওবায়দল্লাহ বলেন, এ মামলায় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। উৎস: দৈনিক আমাদর সময়।

ad

পাঠকের মতামত