239904

মোবাইল ফোন নিতে ভুলে যান? আসছে মুশকিল আসান জ্যাকেট

গুগল ও লিভাই’স সংস্থার যৌথ উদ্যোগে এই প্রথমবার বাজারে আসতে চলেছে এমন অভিনব পোশাক। কারণ, ভুলবশত ফোন ভুলে গেলে গ্রাহককে সতর্ক করবে এই জ্যাকেট। নতুন এই ফিচার এনেছে গুগল ও লিভাই’স-এর জ্যাকার্ড স্মার্ট জ্যাকেট।নতুন এই ফিচারটির নাম বলা হয়েছে ‘অলওয়েজ টুগেদার’। গ্রাহকের ফোন থেকে জ্যাকেটের দূরত্ব যদি বেশি বেড়ে যায় তবে স্বয়ংক্রিয়ভাবে সতর্কতা দেওয়া হবে। জ্যাকেট এবং ফোন দুই দিকেই নোটিফিকেশন পাঠানো হবে ‘অলওয়েজ টুগেদার’ এই ফিচারের মাধ্যমে।ফিচারটি দিয়ে ফোনে নোটিফিকেশন পাঠানো হবে।

আর জ্যাকেটের হাতায় একটি বিশেষ বেল্টে ভাইব্রেশন এবং লাইটের মাধ্যমে নোটিফিকেশন দেওয়া হবে। জ্যাকেটের বেল্টে একটি ম্যানুয়াল ‘ফাইন্ড ইওর ফোন’ ফিচারও থাকবে। এর মাধ্যমে দূরে থাকা ফোনে পুরো ভলিউমে রিং বাজানো যাবে বলে প্রজানানো হয়েছে। স্মার্ট জ্যাকেটের মাধ্যমে ফোনের মিউজিকও নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রাহকরা। এমনকি গুগল ম্যাপসও ন্যাভিগেট করা যাবে এই অ্যাপের মাধ্যমে।নতুন এই লিভাই’স স্মার্ট জ্যাকেটের বাজার মূল্য বলা হয়েছে ৩৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশী টাকায় ২৯ হাজার ৩২৩ টাকা।

ad

পাঠকের মতামত