239816

মেগা প্রজেক্টগুলো দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার আ. লীগের

চলমান এবং ভবিষ্যতের জন্য পরিকল্পিত মেগা প্রজেক্টগুলো দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের অঙ্গীকার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দলের ইশতেহার ঘোষণায় এই অঙ্গীকার করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিগত বছরগুলোতে আওয়ামী লীগ ঢাকার বুকে ৩টি উড়াল সড়কের বড় প্রজেক্ট এবং হাতিরঝিলের মতো একটি প্রজেক্ট সমাপ্ত করেছে। ২০১৮ সালের প্রথমার্ধে পদ্মা সেতুর ৬২ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে এবার আরও দ্রুততার সঙ্গে গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্টগুলো শেষ করবে বলে অঙ্গীকার করেছে নির্বাচনী ইশতেহারে।

এতে বলা হয়েছে, আওয়ামী লীগ সামনের নির্বাচনে বিজয়ী হলে পদ্মা সেতু ও তার রেল সংযোগ স্থাপনের কাজ আরও দ্রুত ও মানসম্মতভাবে শেষ করা হবে। সেই সঙ্গে দীর্ঘদিন আলোচনায় থাকা কক্সবাজার, দোহাজারী, রামু ও ঘুমধুম রেল সংযোগ স্থাপন করবে সরকার।মেট্রো রেলের মতো মেগা প্রজেক্টটিও সামনে ক্ষমতায় গেলে দ্রুততার সঙ্গে সমাপ্ত করার প্রত্যয় ব্যক্ত করে আওয়ামী লীগ তার ইশতেহারে জানায়, ২০১৯ সালের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও এবং ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত এ মেগা প্রজেক্টের কাজ সমাপ্ত হবে। সেই সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযুক্ত হবে দেশের বিদ্যুৎ খাতে।এ ছাড়াও পায়রায় গভীর সমুদ্রবন্দর স্থাপন, ভোলায় গ্যাস লাইন নিয়ে যাওয়ার মতো মেগা প্রজেক্টগুলো দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন করবে আওয়ামী লীগ। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়া হবে বলেও জানানো হয় আওয়মী লীগের এই নির্বাচনী ইশতেহারে।

ad

পাঠকের মতামত