239579

‘খালেদা জিয়া ক্ষতিগ্রস্ত হলে দায় আইনজীবীদের’

বেগম জিয়ার প্রার্থিতা নিয়ে রিটের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। তৃতীয় বেঞ্চের বিচারপতির প্রতি লিখিতভাবে অনাস্থা আবেদন করা হবে, বেগম জিয়ার আইনজীবীদের এ যুক্তিতে আদালত এ দিন ধার্য করেন। এসময় আদালত বলেছেন, বার বার শুনানি পেছানোর আবেদনে বেগম জিয়া ক্ষতিগ্রস্ত হলে এর দায় তার আইনজীবীদের।আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম জিয়ার প্রার্থিতা নিয়ে রিটের শুনানি করতে তিনবার বসেছে হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। প্রতিবারই অনাস্থার কথা বলে শুনানি পেছানোর আবেদন করেছে বেগম জিয়ার আইনজীবীরা।সোমবার শুনানিতেও একই বিষয় আদালতে তুলে ধরে সময় চান তার আইনজীবীরা। এসময় আদালত বলেন, বার বার শুনানি পেছানোর আবেদনে বেগম জিয়া ক্ষতিগ্রস্ত হলে এর দায় তার আইনজীবীদেরই নিতে হবে। বার বার আদালত বসারপরও শুনানি না করায় অসন্তোষ প্রকাশ করেন উচ্চ আদালত।

বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, যুক্তিসঙ্গত কারণেই সময় নিচ্ছেন তারা।প্রার্থিতা বাতিল হবে জেনেই বেগম জিয়ার আইনজীবীদের এমন আচরণ বলে মনে করেন, আওয়ামী সমর্থক আইনজীবীদের।নির্বাচনের আগে মঙ্গলবারই সুপ্রিম কোর্টের শেষ কার্যদিবস। এসময়ের মধ্যে নিষ্পত্তি না হলে বেগম জিয়ার প্রার্থিতা নিয়ে রিট অকার্যকর হয়ে যাবে বলে মনে করেন আইনজীবীরা। সূত্র:কালের কণ্ঠ

ad

পাঠকের মতামত