239286

নাম পরিবর্তন করলে আবারো আকিকা করতে হয়?

ইসলাম ডেস্ক।। আকিকা বিষয়ে অনেক সময় অনেকে অসুবিধায় পড়ে যায়, অনেকে না বুঝে নাম রেখে আকিকা করার পর সিদ্ধান্ত নেয় নাম পরিবর্তন করার। সেজন্য তাকে কী আবার আকিকা করতে হবে? আকিকার পরেও প্রয়োজনে নাম পরিবর্তন করা যায়। এতে আকিকার কোনো ক্ষতি হয় না। আর অসুন্দর বা ভুল নাম পরিবর্তন করে সুন্দর নাম রাখা সুন্নাহসম্মত কাজ। নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন (পুরুষ ও নারী) সাহাবির নাম পরিবর্তন করে সুন্দর নাম রেখে দিয়েছিলেন।

সহিহ বুখারিসহ অন্যান্য হাদিস গ্রন্থে এ মর্মে একটি অধ্যায়ই রয়েছে

باب تحويل الاسم إلى اسم هو أحسن منه

‘নাম পরিবর্তন করে সুন্দর নাম রেখে দেওয়া সংক্রান্ত অধ্যায়।’ এ অধ্যায়ের অধীনে মুহাদ্দিসীনে কেরাম ঐসকল হাদিস জমা করেছেন, যেগুলোতে নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সাহাবায়ে কেরামের নাম পরিবর্তন করা হয়েছে।

অতএব প্রশ্নোক্ত ঐ মেয়েটির বর্তমান নাম পরিবর্তন করে একটি সুন্দর নাম রাখা উত্তম হবে। এক্ষেত্রে সুন্দর ও অর্থপূর্ণ নাম নির্বাচনের জন্য কোনো আলেমের সহযোগিতা নিতে পারেন। এরপর সামনে থেকে ঐ সুন্দর নামেই তাকে ডাকবেন। পূর্বের নামে ডাকবেন না।

ad

পাঠকের মতামত