
মনোনয়ন পেলেন না খোকাপুত্র
ঢাকা-৬ আসনে মনোনয়ন পাননি সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন। ওই আসন দেওয়া হয়েছে গণফোরামের নেতা সুব্রত চৌধুরীকে। এই আসনটি ঐক্যফ্রন্টের এই দলটিকে ছেড়ে দেওয়া হয়েছে।এই আসনে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ছাড়াও বিএনপি নেতা কাজী আবুল বাশার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।শেষ পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্ট শরীক দল গণফোরাম নেতা সুব্রত চৌধুরীকেই মনোনয়ন দিলো বিএনপি। ইশরাক হোসেন দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানিয়েছেন।
অন্যদিকে চট্টগ্রাম ৮ আসনে বিএনপি নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি। এ আসনে তিনিসহ মোট তিনজন বিএনপি নেতা মনোনয়নপত্র দাখিল করেছিলেন। অন্য দুজন হলেন মোহাম্মদ আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহ।প্রাথমিক বাছাইয়ে মোরশেদ খানের মনোনয়নপত্র বাতিল হলেও পরে আপিল করে তিনি প্রার্থিতা ফেরত পেয়েছিলেন। কিন্তু দলের পক্ষ থেকে তার বদলে দলের চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে মোহাম্মদ আবু সুফিয়ানকে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাসদের মঈনুদ্দিন খান বাদল।