236744

বিএনপিতে যোগ দিলেন জাপার অর্ধশতাধিক নেতাকর্মী

জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে বিএনপিতে যোগ দিয়েছেন বগুড়ার কাহালু উপজেলায় জাতীয় পার্টির (জাপা) অর্ধশতাধিক নেতাকর্মী। রোববার দুপুরে উপজেলা বিএনপি অফিসে আয়োজিত কর্মী সভায় উপজেলা জাপার যুগ্ম-আহ্বায়ক আব্দুল হান্নানের নেতৃত্বে নেতাকর্মীরা যোগ দেন।বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী মোশারফ হোসেন সভার আয়োজন করেন।কাহালু উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আব্দুর রশিদের সবাপতিত্বে সভায় বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেন সকল ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষ প্রতীকে কাজ করার আহ্বান জানান।সভায় জাপার আব্দুল হান্নান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘জাতীয় পার্টি থেকে যারা এখানে এসেছেন তারা সবাই এখন বিএনপির কর্মী। যতদিন বেঁচে থাকবে প্রত্যেকে বিএনপির কর্মী হিসেবেই থাকবে।’

উল্লেখ্য, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন প্রার্থী হিসেবে নতুন মুখ। তিনি এর আগে কখনো নির্বাচন করেননি। ২০০৬ সাল পর্যন্ত এ আসনে সংসদ সদস্য ছিলেন ডা. জিয়াউল হক মোল্লা। ২০০৮ সালে বিএনপি থেকে মনোনয় দেয়া হয় মোস্তফা আলী মুকুলকে।

ad

পাঠকের মতামত