236695

বিএনপিকে জেলের ভেতরে রেখেই মুখোমুখি হতে চায় আ. লীগ : আব্দুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আপনি নির্বাচনে আমার মুখোমুখি হবেন। কিন্তু জেলের ভেতর দিয়ে মুখোমুখি হতে চান কেনো? আমাদের নেত্রীকেও জেলের ভেতর রেখে দিলেন, আমাদেরকেও জেলে রেখে নির্বাচনে মুখোমুখি হতে চান। এত ভয় কেনো আপনার? শনিবার ‘সময় টিভি’র টকশোতে তিনি আরো বলেন, বর্তমান সরকার চায় না বেগম জিয়া নির্বাচনে থাকুক। এমনকি বিএনপিও নির্বানের মাঠে থাকুক সেটাও কোনো অবস্থাতেই চায় না।তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে পুলিশ বা নির্বাচন কমিশন কেউ নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। সরকারি প্রভাবের বলয় থেকে কোনোভাবে তারা বের হতে পারে না। আমরা হাজার বলার পরেও সরকারে থাকার সুবিধাটি নিয়ে নির্বাচনী প্রচারকার্য তারা চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনকে কোনো ব্যবস্থা নিতে দেখিনি।

বিএনপির অতীত সহিংসতা নিয়ে প্রশ্ন তুললে আব্দুস সালাম বলেন, একে অপরকে ঢিল মারা ঠিক না। আমরা সহিংসতা করলে উনারা লগি-বৈঠা দিয়ে মানুষ মেরেছেন, উনারাও বাংলাদেশে কয়েকশ দিন হরতাল করেছেন। দোষী হলে উভয়ে দোষী। আমি একেবারে সত্যবাদী, বাকীরা মিথ্যাবাদী, এমন নীতি ঠিক না।আব্দুস সালাম বলেন, গণতন্ত্র পাইনি বলে স্বাধীকার, স্বাধীকার পাইনি বলে স্বাধীনতা। আওয়ামী লীগ নিরংকুশ জয়লাভের পরও ক্ষমতা দেয়া হয়নি বলেই কিন্তু এতকিছু হয়েছিলো। গত পাঁচ বছর কোনো ভোট ছাড়াই রয়ে গেলেন ক্ষমতায়। এগুলো করে পার পেতে পারেন, কিন্তু একসময় ইতিহাস হয়ে থাকবে।

দলীয় কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ক্ষোভ প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, জোটের স্বার্থে এমন সিটও বিএনপিকে ছাড় দিতে হয়েছে, যেখানে তিন চার বার পর্যন্ত বিএনপি নেতা এমপি ছিলো। ঐক্যের স্বার্থেই তা করতে হয়েছে। স্বাভাবিকভাবেই এলাকার কর্মীদের জন্য তা বেদনাদায়ক। এ কারণে কিছু কিছু ঘটনা ঘটতেই পারে। কয়েকদিন পরে দেখা যাবে ঠিক হয়ে গেছে।বিএনপি মনোনয়ন বাণিজ্য করছে আ.লীগ নেতাদের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ফ্রী ইকোনমির যুগ হওয়াতে সবকিছুকে বাণিজ্যের দিকে নিয়ে যান। বাণিজ্য যদি বিএনপি করে, তাহলে আওয়ামী লীগও করে।

তিনি আরো বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলতে বিশেষ দল বোঝায় না। এটি নির্ভর করে নীতি ও কাজের ওপর । আমরাও তো এদেশের জন্য যুদ্ধ করেই দেশটাকে স্বাধীন করেছি। স্বাধীনতার পক্ষে বিএনপি বহু কাজ করেছে যেগুলো অন্য অনেকদল করেনি।জামায়াত প্রসঙ্গে প্রশ্ন তুললে তিনি বলেন, এটি রাজনৈতিক খেলার বিষয়। এই রাজনৈতিক খেলাটি আওয়ামী লীগ যখন যাকে নিয়ে পারে, খেলে। আমরা খেললেই সমস্যা হয়ে যায়। সিলেটের মেয়র নির্বাচন এই সরকারের অধিনেই তো হলো। সে সময় কীভাবে জামায়াত প্রার্থী দিলো? জামায়াত হিসেবে প্রার্থী কেনো বন্ধ করে দিলো না সরকার। সূত্র: আমাদের সময়.কম

ad

পাঠকের মতামত