
প্রেমে প্রত্যাখ্যাত তরুণী, অত:পর
কিশোরগঞ্জে সুইসাইড নোট লিখে ফৌজিয়া খানম অন্তু (২৪) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।শুক্রবার দুপুরে জেলা শহরের রাকুয়াইল এলাকার নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফৌজিয়া। আত্মহত্যার আগে সুইসাইড নোটে তিনি উল্লেখ করেন প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন।বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে। কুয়েত প্রবাসী ফরিদ উদ্দিন খাঁনের মেয়ে ফৌজিয়া খানম অন্তু মাস্টার্স ফলপ্রত্যাশী। তিন বোন ও এক ভাই এর মধ্যে ফৌজিয়া সুলতানা অন্তু সবার বড়।পরিবার সূত্রে জানা গেছে, ফৌজিয়ার কথামতোই তার মা ছোট ভাই ও দুই বোনকে নিয়ে বাসার বইরে তালা দিয়ে শহরের গাইটাল এলাকার অতিথি কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল।
মা অনেকবার বলার পরেও ফৌজিয়ার বিয়ের অনুষ্ঠানে নিয়ে যেতে পারেননি। বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে বিকালে বাসায় ফিরে ফ্যানের সাথে মেয়ের মরদেহ ঝুলতে দেখেন মা সুলতানা বেগম। ফৌজিয়ার পাশেই পড়ে ছিল পেন্সিল দিয়ে ডায়েরির পাতা ছিঁড়ে লেখা একটি সুইসাইড নোট। সেখানে তিনি প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যা করেছে বলে উল্লেখ করেছেন।এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবীব সাংবাদিকদের জানান, ফৌজিয়া খানম অন্তুর সুইসাইড নোট এবং তার ব্যবহৃত মুঠোফোনটি জব্দ করে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবেও বলে তিনি জানান।