
প্রার্থিতা নিয়ে খালেদা জিয়ার রিট
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিন আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। এর আগে শনিবার প্রার্থিতা ফিরে পেতে কারাবন্দি খালেদা জিয়ার করা আপিল নামঞ্জুর করে দেয় নির্বাচন কমিশন (ইসি)।রোববার হাইকোর্টে খালেদা জিয়ার পৃথক তিনটি রিট করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির।খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।সাজাপ্রাপ্ত হওয়ার কারণে তিনটি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে তার আনইজীবীরা ইসিতে আপিল করে সেখানেও তার মনোনয়পত্র অবৈধ ঘোষণা করে।