236796

ঢাকা-১৭: ধানের শীষ প্রতীক দেওয়া হলো পার্থকে

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। সর্বশেষ নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে তাকে ধানের শীষ প্রতীক রবাদ্ধ দেওয়ার অনুরোধ জানানো হয়।রোববার বিকাল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চূড়ান্ত মনোনয়নের চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়েছে। বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির এ সংক্রান্ত তালিকা নির্বাচন কমিশনে পৌঁছে দেন।ঢাকা-১৭ আসনটি (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) নিয়ে গঠিত।২০০৮ সালে ঢাকা-১৭ আসনে মহাজোটের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন এরশাদ। তবে ২০১৪ সালের নির্বাচনে এরশাদ ঢাকার এ আসনে মনোনয়নপত্র জমা দিলেও পরে তা প্রত্যাহার করেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন রংপুরের একটি আসন থেকে। ঢাকা-১৭ আসনে মহাজোটের প্রার্থী আবুল কালাম আজাদ এমপি ছিলেন।

ভোলায় ধানের শীষে নির্বাচন করা বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ এবারই প্রথম থাকছেন এই আসনে। শনিবার বিকালে তাকে এ আসনে মনোনয়ন দেয়া হয়।নানা জল্পনা-কল্পনার পর এই আসনে আরও লড়ছেন দুদকের মামলায় চার বছরের দণ্ডপ্রাপ্ত তৃণমূল বিএনপির সভাপতি ও বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।প্রথমে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল নিষ্পত্তির শেষ দিনে শনিবার শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

ad

পাঠকের মতামত