
ঢাকা-১৫ আসনে আমিনুলে সরিয়ে যাকে মনোনয়ন দিলো বিএনপি
ঢাকা-১৫ আসনে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল হকের পরিবর্তে সাবেক এমপি এসএ খালেকের ছেলে সৈয়দ আবু বকর সিদ্দিককে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। রোববার দুপুরে বিএনপি সূত্রে জানা যায়, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।জানা যায়, ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দেশ সেরা গোলকিপার আমিনুল হককে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিলো বিএনপি। কিন্তু শেষ পর্যন্ত দল তাকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি। তার পরিবর্তে এই আসনের সাবেক সংসদ সদস্য এসএ খালেকের ছেলে সৈয়দ আবু বকর সিদ্দিককে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
আমিনুল হক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। দেশের ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন তিনি। ২০১০ সালের দিকে ফুটবলকে বিদায় জানান আমিনুল। অবসরের পর আমিনুল বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। সর্বশেষ ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কমিটিতে তিনি ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।