
ঢাকার দুই আসনে দলগত নির্বাচন করবে জাপা
ঢাকা-১ ও ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টি দলগতভাবে নির্বাচন করবে। এই দুটি আসনে মহাজোট থেকে নির্বাচন করবে না বলে জানিয়ে দিয়েছে দলটি।ঢাকা-১৭ আসনে লড়বেন দলটির চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি লড়বেন ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়া আন্দালিব রহমান পার্থর বিরুদ্ধে।অন্যদিকে ঢাকা-১ আসন থেকে লড়বেন সালমা ইসলাম। এই আসনে নৌকার প্রার্থী সালমান এফ রহমান। এছাড়া এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন খন্দকার আবু আশফাক।রোববার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার ২০৬ জনের চূড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশ করে বিএনপি। কিন্তু মামলার কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করায় ওই তালিকায় ছিলেন না আশফাক। পরে ইসিতে আপিল করার পর গত বৃহস্পতিবার প্রার্থিতা ফেরত পান তিনি। এরপর দলের পক্ষ থেকে তার ব্যাপারটি পুনর্বিবেচনা করে চূড়ান্ত মনোনয়ন দেয়া হলো।