
জয়ের লক্ষে ব্যাট করছে বাংলাদেশ খেলাটি দেখুন (সরাসরি)
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০তম ওয়ানডে খেলতে নেমেছেন মাশরাফি বিন মুর্তজা। স্মরণীয় ম্যাচে বল হাতে আগুন ঝরালেন তিনি। বোলিং আক্রমণে দিলেন সামনে থেকে নেতৃত্ব। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন জোগালেন মোস্তাফিজুর রহমান। স্লগ ওভারে আবারো বোলিংয়ে কারিশমা দেখালেন তিনি।দারুণ বোলিং করলেন সাকিব আল হাসান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজও। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বেশি দূর এগোতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ১৯৫ রান করতে সক্ষম হলো সফরকারীরা। ঠিকঠাকভাবেই নিজেদের কাজটা সেরেছেন বোলাররা। এখন ব্যাটসম্যানদের পালা।