236544

ক্যানসার আক্রান্ত শাহিদ কাপুর?

বিনোদন ডেস্ক।। নাফিসা আলি, সোনালি বেন্দ্রে আর ইরখান খানের পর এবার শাহিদ কাপুর মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে খবর ছড়িয়েছে। সম্প্রতি বলিউডপাড়ায় বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। তিনি ক্যানসার আক্রান্ত বলে ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। শাহিদ কাপুর কিছুদিন আগে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। দুই সন্তান নিয়ে শাহিদ-মীরার সংসার সুখেই চলছিল। এমন সময়েই এই দুঃসংবাদে হতাশ শাহিদভক্তরা।

তবে বিষয়টি উড়িয়ে দিয়েছে শাহিদের পরিবার। ভারতীয় গণমাধ্যমের পক্ষ থেকে শাহিদের পরিবারের কাছে জানতে চাইলে বলা হয়, আরে যা খুশি তাই খবর ছড়িয়ে পড়ে? এ ধরনের খবর কোথা থেকে পেলেন? এ ধরনের গুজব কারা রটায়? ” শাহিদ কাপুর আপাতত তেলেগু ব্লকবাস্টার ছবি ‘কবীর সিং’ নিয়ে ব্যস্ত আছেন। তাকে শেষবার দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুরের বিপরীতে ‘বেটি গুল মিটার চালু’ ছবিতে।

ad

পাঠকের মতামত