236077

এখন থেকে কথা বলুন সানগ্লাসে, শুনুন গানও

ডেস্ক রিপোর্ট।। এতদিন সানগ্লাস শুধু রোদ থেকে চোখকে রক্ষা আর ফ্যাশনে ব্যবহৃত হতো। কিছুদিন আগে নানা ফিচার নিয়ে গুগল স্মার্ট সানগ্লাস আনলেও তা ব্যবহারকারীদের মাঝে সাড়া ফেলেনি। কিন্তু প্রযুক্তি-চশমা নিয়ে গবেষণা থেমে নেই। এবার দারুণ সব ফিচার যুক্ত করে অগমেন্টেড রিয়েলিটি বা এআর স্মার্টসানগ্লাস বাজারে আনতে চলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান বোস। কথা বলার জন্য মাইক্রোফোন থেকে শুরু করে সানগ্লাসটিতে রয়েছে বিল্ট ইন স্পিকার। যা দিয়ে গানও শোনা যাবে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, আপাতদৃষ্টিতে এটি দেখতে সাধারণ সানগ্লাসের মতো হলেও মাইক্রোফোন ও স্পিকার থাকায় ফোন কল বা রিসিভও করা যাবে।

এছাড়া সানগ্লাসের ফ্রেমে চালানো যাবে গান। শুনতে আলাদা হেডফোনও লাগবে না। ইন্টারনেটের মাধ্যমে অ্যালেক্সা, সিরি কিংবা গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গেও সংযোগ স্থাপন করা যাবে। এর ওজন মাত্র ৪৫ গ্রাম। দুই ধরনের ফ্রেমে পাওয়া যাবে। গ্লাসে রয়েছে সূর্যের ক্ষতিকর রশ্মী প্রতিরোধের ব্যবস্থা। সানগ্লাসে থাকবে ব্যাটারি, যা চলবে একটানা ১২ ঘণ্টা। আশা করা যাচ্ছে, নতুন বছরের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে সানগ্লাসটি পাওয়া যাবে। দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে ১৬ হাজার টাকা। তবে অডিও ফিচার দিয়ে সানগ্লাস বাজারে আসার বিষয়টি নতুন নয়। এর আগে ‘ওকলে’ নামের একটি ব্র্যান্ড প্রায় একই ধরনের সানগ্লাস এনেছিলো। সেটাও বিশেষ সাড়া ফেলতে পারেনি।

ad

পাঠকের মতামত