236100

জনগণ আওয়ামী লীগ-বিএনপিকে চায় না: হিরো আলম

আপিলেও মনোনয়নপত্র বাতিল হওয়ায় নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। পাশাপাশি তিনি দাবি করেছেন বর্তমানে জনগণ ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বাইরে থাকা বড় বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের’ আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে হিরো আলম ব‌লেন, আমাদের সবার একটাই সমস্যা ভোটারদের স্বাক্ষর। আমার এলাকায় ভোটার ৩ লাখ ১২ হাজার। আমার ৩১০০ ভোটার স্বাক্ষর লাগে, আমি ৩৫০০ দিয়েছি। তারপরও বাতিল হয়েছে। যাই হোক আপিল করলাম, সেখানেও কাজ হয়নি। তারা শুধু পাতা দেখছে আর উল্টাইছে।

তিনি বলেন, গ্রামগঞ্জের লোক তো এমনিতেই ভয় পায়, সত্য কথা বললে তো হয় লাশ হতে হয়, জেলখানায় যেতে হয়। না হয় এলাকা ছাড়তে হয়। তাই যাচাইয়ে অনেকে আমার কথা বলেনি।স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে তিনি বলেন, আমরা এর প্রতিবাদ জানাই। দাবি জানাই যাতে সমাধান হয়। আমরা যেন প্রার্থী হতে পারি, দরকার হলে আমরা আইনগত ব্যবস্থা নিব।হিরো আলম ব‌লেন, আমাকে নিয়ে লেখালেখি করায় অনেকেই মিডিয়া পারসনদের দোষ দিচ্ছেন। মিডিয়া পারসন নাকি আমাকে নিয়ে লাফালাফি করতেছে। হিরো আলমকে নিয়ে মিডিয়া পাগল হয়ে গিয়েছে। যারা আমাকে পাগল বলে, মিডিয়াকে পাগল বলে, তারাই পাগল। মিডিয়া একটি প্রতিভাকে জাতির সামনে তুলে ধরছে, সম্মান দিচ্ছে। যদি আমরা সাধারণ মানুষ পাগল হই, তাহলে ওরাও পাগল। কারণ তারা একজন প্রতিভাকে সম্মান দিতে জানে না। প্রতিভাকে গলা টিপে মেরে ফেলছে।

তিনি বলেন, এই দেশে একটা জিনিসই বুঝতেছি, এখনকার জনগণ আওয়ামী লীগ-বিএনপিকে চায় না। এরা দুইটার একটাকেও চায় না, স্বতন্ত্র প্রার্থীকে চায়। সরকার পরিকল্পিতভাবে ১ শতাংশ ভোটার স্বাক্ষরকারী আইন করেছে যাতে স্বতন্ত্র প্রার্থী না আসতে পারে। আমরা জনগণ চাইলে কাউকে হিরো বা জিরো করতে পারি। আমরা এক হই না বলেই এই সমস্যা।হিরো আলম দাবি করেন, আমরা যখন নতুনদের নিয়ে দেশ গড়তে চাই, তখন তারাই নতুনদেরকে সামনে আসতে দিচ্ছে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে সোনার বাংলা করতে চাই। আপনারা তা না করে এককভাবে ক্ষমতা দখল করে বসে থাকতে চান। আমরা দেশটাকে সোনার বাংলা করতে চাই। আমরা রাজনীতি নিয়ে ব্যবসা করতে চাই না। আপনার রাজনীতি নিয়ে ব্যবসা শুরু করেছেন। এ ব্যবসা বন্ধ করে সামনে আমাদেরকে এগিয়ে যে‌তে দেন।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্য দেন স্বতন্ত্র এমপি ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আবদুর রহিম। তিনি ঢাকা-১৫ ও ঢাকা-১৭ আসন থেকে দাঁড়িয়েছিলেন। তারও প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়া ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক মাহমুদুল হাসান, ফারুক রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত