235588

‘ঈশ্বর’ শব্দটা মানুষের দুর্বলতার প্রকাশ- চিঠিতে আইনস্টাইন

সারাবিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের শেষ বয়সের একটি চিঠি। মৃত্যুর বছরখানেক আগে বন্ধু বিখ্যাত জার্মান দার্শনিক এরিখ গুটকাইন্ডকে লেখা এই চিঠিতে নিজের ঈশ্বর বিশ্বাস বিষয়ে মন্তব্য করেছেন বিশ্বখ্যাত এই বিজ্ঞানী। আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করতেন- এতদিন এই ধারাণা যারা পুষে রেখেছিলেন, ২৯ লাখ ডলারে বিক্রি হওয়া সেই চিঠি সেই ধারণা মিথ্যা প্রমাণ করে দিয়েছে। হ্যাঁ, আলবার্ট আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না।১৯৫৪ সালে লেখা জার্মান ভাষায় লেখা ওই চিঠিতে আইনস্টাইন নিজের হাতেই অস্বীকার করেছিলেন ‘ঈশ্বরের হাত’! লিখেছিলেন, ‘ওই সব হাত-টাত বলে কিছু নেই। সবটাই মানুষের দুর্বলতা।’

এরিখ গুটকাইন্ডকে জার্মান ভাষায় লেখা দেড় পাতার ওই চিঠিতে আইনস্টাইনের বক্তব্য ছিল, ‘যে ধর্মই হোক না কেন আসলে তা আমাদের আদিম কুসংস্কার। আমি মনে করি, ঈশ্বর শব্দটা মানুষের দুর্বলতার প্রকাশ; আর সেই দুর্বলতা থেকেই তার জন্ম। এর বাইরে আর কিছু না।’নিউইয়র্কে অনুষ্ঠিত সেই নিলামে ৬৪ বছর আগে আইনস্টাইনের লেখা চিঠির দাম উঠেছে ২৯ লক্ষ ডলার। নিলাম সংস্থা ক্রিস্টিজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মৃত্যুর বছরখানেক আগে লেখা আইনস্টাইনের ওই চিঠি সত্যিই অতুলনীয়। ব্যাক্তিগত ভঙ্গিতে লেখা। ধর্ম ও দর্শন সম্পর্কে তার ধ্যানধারণার সবচেয়ে পূর্ণাঙ্গ প্রকাশ।’

সেই চিঠিতে বাইবেলের বিরুদ্ধেও লিখেছেন আইনস্টাইন। পরোয়া করেননি নিজের ইহুদি ধর্মকেও। দার্শনিক গুটকাইন্ডকে তিনি লিখেছিলেন, ‘বাইবেলে তো আসলে আদিম কিংবদন্তিদের মহান বানানো হয়েছিল। তাদেরই নানান স্তুতি রয়েছে সেখানে। কোনো ব্যাখ্যা, কোনো কিছুই আমার এই ধারণা বদলাতে পারবে না। ইহুদি ধর্মের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’আইনস্টাইনের চিঠির নিলাম অবশ্য এই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে তার একটি চিঠি নিলামে বিক্রি হয়েছিল ৬ হাজার ১০০ ডলারে। আর তার চেয়ে আরেকটু বেশি দর পেয়েছিল আইনস্টাইনের ১৯২৮ সালে লেখা একটি চিঠি। দাম উঠেছিল ১ লক্ষ ৩ হাজার ডলার।

ad

পাঠকের মতামত