235284

ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী, যা বললেন কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তমের মনোনয়ন বাতিল হওয়ায় তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে তার কন্যা ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকীর নাম ঘোষণা করেছেন।রোববার (২ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন কাদের সিদ্দিকী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবীব, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার শামীমসহ কৃষক শ্রমিক জনতা লীগের বাসাইল সখীপুরের অসংখ্য নেতাকর্মী।

এ সময় ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকী উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরই সন্তান। বিগত সময়ে আমার বাবার পাশে যেরকমভাবে ছিলেন, সামনের নির্বাচনেও সেরকম ভাবেই আপনাদের সকলের সহযোগিতায় এ আসনের বিজয় নিশ্চিত করতে চাই।মনোনয়নপত্র বাতিলের বিষয়ে জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের চোখে আমি যেমন শত্রু ছিলাম, বর্তমান সরকারের চোখেও আমি তাদের বড় শত্রু। তাই এ সরকার আমাকে নির্বাচন করতে দেবে না।

ad

পাঠকের মতামত