235164

বিএনপি নির্বাচন নিয়ে গেইম খেলছে: ১৪ দল

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যফ্রন্ট ও বিএনপি বিভিন্নভাবে ‘ব্লেইম গেইম’ খেলছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের নেতা ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।তিনি বলেন, ‘তারা একটা ব্লেইম গেইম খেলছে। যেই ব্লেইম গেইমের মধ্য থেকে আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ হলেও তারা যাতে কিছু কথা বলতে পারে। সেটা আগে থেকেই বলা শুরু করেছে।’মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে এসে সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।দিলীপ বড়ুয়া বলেন, ‘কিছুদিন আগে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন কমিশনে ৬টি অভিযোগ করেছেন। একইসঙ্গে বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার মওদুদ আহমদও বিভিন্ন অভিযোগ করে গেছেন।’

‘এই ব্লেইম গেইমের মধ্য দিয়ে তারা নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ করতে চাচ্ছে। এই প্রতিপক্ষের মধ্য দিয়ে তাদের বিভিন্ন রকমের প্ল্যান বা ডিজাইন আছে। ভবিষ্যতে সেই ডিজাইনগুলোকে তারা বাস্তবে রূপ দিতে চাচ্ছে। এজন্য আমরা বলেছি নির্বাচন কমিশন যাতে সতর্ক থাকে।’সর্তক ব্যবস্থার বিষয়ে নির্বাচন কমিশন বলেছে, আগামী ১৩ তারিখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এ ব্যাপার গুলো উত্থাপন করবে। যাতে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয় যোগ করেন তিনি।তিনি বলেন, ‘আমরা এটাও বলেছি, বিদেশি যে পর্যবেক্ষকরা আসবেন। দেখা যায় বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে প্রত্যেকটা দেশের হিডেন কতগুলো এজেন্ডা থাকে। পর্যবেক্ষকেরা যাতে ইনডিজগাইড এসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, সে ব্যাপারে কমিশনকে সতর্ক থাকতে বলেছি।’

ad

পাঠকের মতামত