234939

মেয়ে এতো কম কেন? ছাত্রলীগ সভাপতির জিজ্ঞাসা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগে মেয়েদের কম অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয় করতে ছাত্রসমাবেশ ও কর্মীসভা করে জাবি ছাত্রলীগ। এখানেই এ প্রশ্ন করেন তিনি।সোমবার (০৩ ডিসেম্বর) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

সভার শুরুতে কর্মীদের সাথে মতবিনিময় করে ছাত্রলীগ নেতারা। এই সময় কর্মীরা মতামত ব্যক্ত করতে গিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।এই সময় শাখা ছাত্রলীগের সহ-সভপতি নিয়ামুল হাসান তাজ বলেন, ‘বর্তমান সভাপতি-সম্পাদকের নেতৃত্বে জাবি ছাত্রলীগের যে কমিটি আছে তা ঝিমিয়ে পড়েছে। তাই এই কমিটি নতুন করে উজ্জিবীত করা উচিৎ।’শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মাজেদ সীমান্ত বলেন, ‘জুনিয়ররা হল কমিটি নিয়ে কথা বলে। তারা বলে ৪ বছর রাজনীতি করেও তারা এখন পরিচয় দিতে পারেনা। তাই দ্রুত হল কমিটি দেওয়া প্রয়োজন।’শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘এই কমিটির দুই বছরে কোন কর্মীসভা করেনি। হল কমিটি দিতে পারেনি। অথচ এই হল কমিটি নিয়ে কেউ কথা বললে তাকে হুমকি দেওয়া হয়।’এছাড়াও শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই হল কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন। পাশাপাশি তারা অতি দ্রুত হল কমিটি দেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে এই বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘আমি আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন আসছিলাম। তখন দেখলাম মাত্র ৩০-৪০ জন আসছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আসছে এই কথা শুনলে একটা বিশ্ববিদ্যালয় শাখার কমপক্ষে এক থেকে দেড় হাজার ছেলে-পেলে উপস্থিত হওয়ার কথা। জাবিতে ৩ ঘন্টার মতো থাকলাম কিন্তু ৩০ থেকে ৪০ জনের বেশি ছেলে-পেলে ছিলোনা। তখন আমি সভাপতি-সম্পাদককে জিজ্ঞাস করেছিলাম এই অবস্থা কেন? তারা বলেছে হল কমিটি নাই আরো কিছু ঝামেলা আছে। সেসময় আমি বলে দিয়েছি হল কমিটি দিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারপর এতদিন হয়ে গেল। তারপরও কেন কমিটি দিলোনা, আমার বোধগম্য নয়। আমি তাদেরকে আজও বলে যাচ্ছি যত দ্রুত পারো হল কমিটি দিয়ে দাও।’

এছাড়াও ছাত্রলীগ সভাপতি নেতা-কর্মীদেরকে উদ্দেশ্যে বলেন, ‘যে করেই হোক নৌকার মনোনীত প্রার্থীকে বিজয় করতে হবে। এই জন্য ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।’এই সময় তিনি আরও বলেন, ‘তোমরা মানুষের কাছে ভোট চাওয়ার পাশাপাশি অনলাইনে এক ঘন্টা করে সময় দিবে। জামায়াত-বিএনপি তথা পাকিস্থানী শক্তির অপপ্রচারের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।’এছাড়া তিনি সমাবেশে নারী কর্মীদের উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, ‘জাহাঙ্গীরনগরে ৮টি ছেলে হল ৮টি মেয়ে হল কিন্তু সমাবেশে মেয়েদের সংখ্যা এতো কম কেন? আমি আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি জাহাঙ্গীরনগরে আগামী কমিটির সভাপতি অথবা সম্পাদক পর্যায়ে একজন থাকবে মেয়ে। তবে এই জন্য মেয়েদেরকে কাজ করতে হবে। উপস্থিতি বাড়াতে হবে।’

ad

পাঠকের মতামত