234907

‘নির্বাচন কমিশনের প্রথম অগ্নিপরীক্ষা’

‘দলীয় আনুগত্যের বিবেচনায় সাজানো প্রশাসন হলে এমন হতেই পারে। কিন্তু নির্বাচন কমিশন তো স্বাধীন। কমিশনকে আপীল চলাকালে সুবিবেচনা ও নিরপেক্ষতার পরিচয় দিতে হবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নির্বাচন কমিশনের স্বাধীনতা প্রসঙ্গে এ মন্তব্য করেন।তিনি আরও বলেছেন, সই মেলে না, পদত্যাগ ঠিকমতো হয়নি, পাচ হাজার টাকা নবায়ন ফি বাকী-এমন তুচ্ছ অভিযোগে ছয়টি আসনে বিএনপির প্রতিদ্ধন্ধিতার সুযোগ হরণ করেছে সরকারের কর্মকর্তারা। আরো অনেক আসনে বিএনপির শক্তিশালী প্রার্থীকে বাতিল করেছে তারা।

তিনি উল্লেখ করে বলেন, কমিশনের প্রথম অগ্নিপরীক্ষা এটা। কমিশনকে অবশ্য উৎরাতে হবে তা। সূত্র: ফেসবুক থেকে

ad

পাঠকের মতামত