233859

৩৬ ইঞ্চি উচ্চতার দৈত্যাকৃতির মোরগ! (ভিডিও)

ডেস্ক রিপোর্ট।। মোরগ। ওজন প্রায় আট কেজি। সেটি না হয় মানা যায়। উচ্চতা কত জানেন? মেপে মেপে ঠিক ৩৬ ইঞ্চি। এটিকে দৈত্যাকৃতির বলবেন না তো কী বলবেন? যাই হোক, মোরগটি দৈত্যাকৃতির না, ছাগল আকৃতি-সেটি নিয়ে বিস্তর বিতর্ক হতে পারে। তবে তিন ফুট উঁচু এ মোরগটি এখন কল্পনায় নয় অস্তিত্বে। কসোভোতে এ মোরগটি দেখা গেছে। দক্ষিণ-পূর্ব ইউরোপের এ দেশটির একটি ফার্মে মোরগটি বড় হচ্ছে। এর নাম মেরাক্লি। মোরগটি যে ফার্মে বড় হচ্ছে, তার মালিক কসোভোর ফিথিম সেজফিজাজ। তিনি জানান, মোরগটির সঠিক ওজন ৭.৭ কেজি। এটি ব্রাহ্ম চিকেন প্রজাতির। জাতটি মূলত চীন থেকে আমদানি করা হয়েছিল। পরে এই জাতের মোরগ যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়। বর্তমানে ইউরোপের বহু দেশেও দেখা যাচ্ছে এ জাতের মোরগ।

জানা গেছে, ব্রাহ্ম জাতের এ মোরগ সাধারণত গড়ে সাড়ে পাঁচ কেজি ওজনের হয়ে থাকে। কিন্তু মেরাক্লি ওজনেও বেশি, উচ্চতায়ও। মেরাক্লির ওজনের সমান ওজনের এ জাতের মোরগ আজও হয়নি বলে দাবি ফিথিমের। মোরগটির মালিক জানান, মেরাক্লি ফার্মে দুটি মুরগির সঙ্গে থাকে। তাদের সঙ্গে সে খেলাধুলাও করছে। সে আক্রমনাত্মক নয়। একটু পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। তিনি জানান, এ জাতের মোরগ সাধারণত খুবই প্রেমময় ও সুখী। এদের জীবনযাপন একটু ভিন্ন। এদের পায়ে অনেকটা ঝুটির মতো বড় বড় পাখনা। গলার নিচে পালক একটু বড় থাকে। মেরাক্লির বিস্ময়কর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই এটা দেখে অবাক চোখে মাথায় নানা প্রশ্নও তুলছেন।

ad

পাঠকের মতামত