231287

প্রথম টেস্টের আগে যা বললেন সাকিব

জিম্বাবুয়ের পর এবার শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। চট্টগ্রামে কাল (২২ নভেম্বর) মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরই মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলেছে দুটি দলই। নিজেদের প্রথম টেস্টের খেলা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক সাকিব আল হাসান। এবারের সিরিজে তিনি জয়ের জন্য আস্থা রাখছেন স্পিনারদের ওপর। স্বাগতিক হিসেবে নিজেদের মাঠে স্পিনারদেরই তিনি মানছেন মূলশক্তি হিসেবে।

বাংলাদেশের স্পিন অ্যাটাক নিংয়ে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘তারা দুজনে (তাইজুল-মিরাজ) আসলে এর আগে অনেক ম্যাচ খেলে ফেলেছে, ভালো অভিজ্ঞতা এখন। দু’জনেরও বেশ উইকেট আসে ওদের নামের পাশে। ওদের এখন এক্সপেরিন্সও যথেষ্ট। এটা দ্য সেম টাইম ক্যাপাবিলিটিটাও আছে যে ওরা যে কোনো একজনই হয়তো ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিতে পারার মতো ক্ষমতা রাখে।’

তাইজুলের কথা উল্লেখ করে টাইগার অধিনায়ক আরও বলেন, ‘তাইজুল খুবই ভালো বল করেছে, অনেকগুলো উইকেট পেয়েছে। মিরাজও অনেক সুন্দর বল করেছে।’ সাকিব বলেন, ‘নাঈম আছে, নতুন হলেও আমার কাছে মনে হয়, ও অনেক প্রমিজিং। সো, আমার কাছে মনে হয় না খুব বেশি একটা টেনশন করার মতো জায়াগা আমাদের স্পিন অ্যাটাকিং নিয়ে। সবাই বেশ পরিণত। আর সবাই যেহেতু খুব অ্যাটাকিং বোলিং করি আমরা স্পিনাররা। সো, উইকেট টেকিং বোলারই বলব আমিসহ, যারা আছে তারা।’

প্রতিপক্ষের জন্য সমীহ ঝরল সাকিবের কন্ঠে। ক্যারিবীয়দের নিয়ে তিনি বললেন, ‘একটু বেশি চ্যালেঞ্জিং, যদিও আমরা জিম্বাবুয়ের সঙ্গে প্রথম টেস্টটা খুব বেশি ভালো করিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, এটা আমি অন্তত ১০০ পারসেন্ট নিশ্চিত।’দলে অভিজ্ঞদের প্রাধান্য দেয়া সম্পর্কে সাকিব বলেন, ‘আসলে এখানে আমরা চেষ্টা করবো, যারা একটু অভিজ্ঞ খেলোয়াড় তাদের সুযোগটাই যেন বেশি থাকে। কারণ, আমি নিজে সবসময় বিশ্বাস করি, টেস্ট ম্যাচে একটু অভিজ্ঞ খেলোয়াড় থাকলে অনেক বেশি ভালো হয়। অবশ্য এখনও এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নেইনি, যে কোন ধরনের কম্বিনেশন নিয়ে আমরা খেলতে নামব।’

দলে সুযোগ পাওয়া তিন ওপেনারের সম্পর্কে টেস্ট অধিনায়ক জানালেন, ‘ইমরুল ওডিআই সিরিজ খুব ভালো খেলেছে, দুটি টেস্ট হয়েতো খুব ভালো করেনি। কিন্তু যেহেতু ও ওডিআই’তে এতো ভালো ফর্মে ছিল, ও যদি সুযোগ পায়, ও ভালো করবে। আর সাদমান প্রাকটিস ম্যাচে খুব ভালো করেছে। সৌম্যও কামব্যাক করেছে। তাই তাদের তিন জনেরই খুব ভালো সুযোগ আছে।’

ad

পাঠকের মতামত