227637

মনে-মনে মান্নত করলে আদায় করতে হয় কি?

নিউজ ডেস্ক।। অনেক সময় আমরা কিছু বিষয়ে চিন্তিত হই। তখন মন চায় কিছু দান করি আল্লাহর রাস্তায়। মনে মনে চিন্তা করি একটা ছাগল যদি আল্লাহর রাস্তায় দান করা যেতো। বা কয়েক হাজার টাকা যদি দান করা যায়, এ বিষয়ে আমরা মুখে কিছু উচ্চারণ করে বলি না। তখন কী আমাদরে ঐ জিনিস আল্লাহর রাস্তায় দান করতে হবে? মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে নিয়ত করলে তা মান্নত হয় না। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু মুখে বলেননি তাই সেটি মান্নত হয়নি।

সুতরাং ঐ পরিমাণ টাকা সদকা করা আপনার জন্য আবশ্যক নয়। তবে সদকা একটি ফযীলতপূর্ণ ইবাদত। তাই মান্নত না হলেও আপনি যেহেতু একটি নেক ইচ্ছা করেছেন তাই তা পূরণ করাই ভালো হবে। (আহকামুল কুরআন, জাস্সাস ৩/৪৪২; আহকামুল কুরআন, ইবনে আরাবি ১/২৬৮; বাদায়েউস সানায়ে ৪/২২৬; আলবাহরুর রায়েক ২/৩০৫)

ad

পাঠকের মতামত