227502

কী প্রশ্ন করা হবে জাহান্নামীদের এবং তাদের উত্তর কী হবে?

ইসলাম ডেস্ক।। পবিত্র কুরআন ও হাদিস অনুযায়ী জাহান্নাম সত্য। জান্নাত সত্য। হাশর সত্য। মুসলিম মাত্রই এসব বিষয়ে মনেপ্রাণে বিশ্বাস রাখেন। হাশরে যেমন কিছু বিষয়ে নির্দিষ্ট প্রশ্ন করা হবে, তদ্রুপ নির্দিষ্ট কিছু প্রশ্ন জাহান্নামবাসীদেরকেও করা হবে। জাহান্নামবাসীদের প্রশ্ন করা হবে, ‘তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসেনি’? তারা উত্তরে বলবে, ‘হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমরা তাদেরকে মিথ্যাবাদী গণ্য করে বলেছিলাম, আল্লাহ কিছুই নাযিল করেননি, তোমরা ঘোর বিভ্রান্তিতে রয়েছ, ‘যদি আমরা শুনতাম এবং বুদ্ধি খাটাতাম, তাহলে জাহান্নামের অধিবাসী হতাম না’ (মুলক ৮-১০)।

তাদেরকে আরও জিজ্ঞেস করা হবে, ‘কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে?’ উত্তরে তারা বলবে, ‘আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না’, ‘আর আমরা অভাবগ্রস্থকে খাদ্য দান করতাম না’ ‘আর আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম’, ‘আর নিশ্চিত বিশ্বাস (মৃত্যু) না আসা পর্যন্ত প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।’ (আল-মুদ্দাস্সির ৪২-৪৭)

ad

পাঠকের মতামত