227063

ফিরছেন তামিম; কিন্তু খেলবেন কবে?

হাতের ইনজুরির কারণে অনেক দিন থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন তামিম ইকবাল। তার অভাব ভালোভাবেই বোধ করছে টাইগাররা। ব্যাটিং ব্যর্থতার পুরনো রোগ মাথা চাড়া দিয়ে উঠেছে দলে। তবে সুখবর হল সব বাধা দূর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ম্যাচেই মাঠে নামবেন দেশসেরা এই ওপেনার।

সংবাদ মাধ্যমে দলে ফেরার কথা নিশ্চিত করেছেন তামিম নিজেই। তার প্রত্যাবর্তনের এই খবর অবশ্যই স্বস্তি যোগাবে টাইগার দলে। সেই সাথে সমর্থকদের মাঝেও ফিরে আসবে আস্থা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে বাংলাদেশ যে ছন্নছাড়া ব্যাটিং উপহার দিয়েছে তাতে করে তামিম ইকবালের ফিরে আসাটা অনেক গুরুত্বপূর্ণ তা বলাই যায়।

তবে প্রকৃত অবস্থা পর্যালোচনা করে বোঝা যাচ্ছে যে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে তিনি ফিরতে পারবেননা। ফিটনেস যদি সবদিক থেকে ভালো থাকে, তবেই কেবল এমনটা ঘটতে পারে। তাছাড়া জিম্বাবুয়ে সিরিজ মাঠের বাইরে থেকে ক্যারিবীয়দের বিপক্ষেই পাওয়া যাবে দেশসেরা ওপেনারকে। তিন ফরম্যাটেই দেশের সর্বোচ্চ রান স্কোরার তামিমের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাংলাদেশকে বাড়তি প্রেরণা যোগাবে।

ad

পাঠকের মতামত