220697

আড়াই দিনে ইনিংস হারের লজ্জায় ডুবল সাকিবরা

প্রথম ইনিংসেই বোঝা হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে বাংলাদেশের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে। ৪৩ রানে অল-আউট হয়ে লজ্জার রেকর্ড গড়া হয়েছিল ওইদিনই; আজ অ্যান্টিগা টেস্টের আড়াই দিনেই এক ইনিংস এবং ২১৯ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডুবল সাকিব আল হাসানের দল।

স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪০৬ রানের বিশাল স্কোর গড়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার কার্লোস ব্র্যাথওয়েটের ১২১ রানের চোখ জুড়ানো ইনিংস কিংবা সাই হোপের ৬৭, ডোয়াইন স্মিথের ৫৮ রান এতে দারুণ ভূমিকা রাখে। এক সময়ের প্রবল পরাক্রমশালী দলটি অনেকদিন ধরেই খর্বশক্তি। বাংলাদেশ সিরিজেই হয়তো তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

তাদের এই ঘুরে দাঁড়ানোর চেষ্টা বেশ ভালোভাবেই সফল করে দিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিশাল রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসেও যথারীতি ব্যাটিং বিপর্যয়। ৮৮ রানে ৮ উইকেট হারানোর পর উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসানের ৭৪ বলে ৬৪ রানের ইনিংসটাই বলার মতো। রুবেলকে (১৬) সঙ্গী করে দলের স্কোর ১৪৪ পর্যন্ত নিয়ে গেলেন ৮ নম্বরে নামা সোহানই।

আর নামীদামী স্বীকৃত ব্যাটসম্যানরা যথারীতি ব্যর্থ। ওপেনার তামিম ইকবাল ১৩, লিটন দাস ২, মুমিনুল মারলেন ডাক, মুশফিক ৮, অধিনায়ক সাকিব ১২ রানের বেশি করতে ইচ্ছুক ছিলেন না, মাহমুদুল্লাহ ১৫, মেহেদী মিরাজ ২ রান করলেন। বল হাতে দুই তরুণ আবু জায়েদ আর মিরাজ নিলেন ৩টি করে উইকেট। অ্যান্টিগা টেস্টে এগুলোই বাংলাদেশের প্রাপ্তি। সবচেয়ে বড় প্রাপ্তি হলো লজ্জা, যেটা সম্ভবত গত বছরের

ad

পাঠকের মতামত