211051

এই দিনেই চলে যান মিজু আহমেদ

চলচ্চিত্রাভিনেতা মিজু আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৭ মার্চ। গত বছর এই দিনেই শুটিংয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে ট্রেনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শক্তিমান এই খল অভিনেতা ১৯৫৩ সালের ১৭ নভেম্বর জন্মগ্রহণ করেন।

১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিজু আহমেদের। অল্প সময়ে ঢালিউডে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠা পান তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে সেরা র্পাশ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মিজু আহমেদ।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন এই অভিনেতা। শুধু তাই নয়, তিনি ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি। মিজু আহমেদ অভিনীত সর্বশেষ ছবি ‘পাষাণ’। গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে।

ad

পাঠকের মতামত