210865

স্বাধীনতা দিবসে টিভি পর্দায় যত আয়োজন

মহান স্বাধীনতা দিবসের ৪৭তম বার্ষিকী আজ। স্বাধীনতার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছে দেশমাতৃকার জন্য আত্মদান করা বীর সন্তানদের। স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি নিবিড় আবেগের সঙ্গে স্মরণ করছে। এই দিনে বিশেষ আয়োজনে সেজেছে টিভি পর্দাও। দেখে নিন আজকের অনুষ্ঠান সূচি…

১. একুশে টিভি
টক শো স্বাধীনতার স্বপ্নজাল [রাত ৮টা] : অতিথি মালেকা খান, মেজর কাইয়ুম খান ও সাদী মহম্মদ। সঞ্চালনায় আফসান চৌধুরী। নাটক বোধ [রাত ১০টা] : রচনা কিশোর মাহমুদ, পরিচালনা আর এস সোহেল। অভিনয়ে শতাব্দী ওয়াদুদ, দীপা খন্দকার, মিতা চৌধুরী প্রমুখ।

২. বাংলাভিশন
সরাসরি সংগীতানুষ্ঠান মন মাতানো দেশ [রাত ১১টা ২৫ মিনিট] : পরিবেশনায় ডলি সায়ন্তনী। নাটক তোমার ভয় নেই মা [রাত ৯টা ৫ মিনিট] : চিত্রনাট্য মনিরুল ইসলাম রুবেল, পরিচালনায় সাইদুর রহমান রাসেল। অভিনয়ে রওনক হাসান, শবনম ফারিয়া, রাশেদ মামুন অপু প্রমুখ। উত্তাল মার্চ ও মুক্তিযুদ্ধ [বিকেল ৫টা ২৫ মিনিট] : বরেণ্য মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর কথা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে এ অনুষ্ঠান। সঞ্চালনায় রূপা চক্রবর্তী।

৩. এনটিভি
নাটক পাণ্ডুলিপি [দুপুর ১২টা ২০ মিনিট] : রচনা রাজিব দে, পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে আলী যাকের, ড. এনামূল হক, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, উজ্জল মাহমুদ, নাফিজা প্রমুুখ। সরাসরি অনুষ্ঠান মুক্তিযুদ্ধ ও নারী [দুপুর ২টা ৩৫ মিনিট] : অংশগ্রহণে শাহীন সামাদ, তামান্না ডেইজী, বকুল মোস্তফা ও রোকাইয়া হাসিনা। উপস্থাপনায় শাকিলা মতিন মৃদুলা।

৪. এটিএন বাংলা
প্রামাণ্য অনুষ্ঠান মুক্তিযুদ্ধের ইতিহাস [দুপুর ৩টা ৫ মিনিট]। ছোটদের অনুষ্ঠান প্রাণের স্বাধীনতা [বিকেল ৫টা ৩০ মিনিট], নৃত্যানুষ্ঠান আমি সেই বীরাঙ্গনা [সন্ধ্যা ৬টা ২৫ মিনিট], সংগীতানুষ্ঠান সূর্যোদয়ের গান [রাত ৮টা], উপস্থাপনায় অপি করিম, পরিচালনায় হানিফ সংকেত। নাটক স্বাধীনতা তুমি [রাত ৮টা ৪৫ মিনিট] : রচনায় রুম্মান রশীদ খান, পরিচালনায় নাজমুল রনি। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিন তিশা প্রমুখ। টেলিফিল্ম যদিও স্বপ্ন তবুও সত্যি [রাত ১০টা ৪৫ মিনিট]। অভিনয়ে আজাদ আবুল কালাম, বন্যা মির্জা, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

৫. চ্যানেল আই
চলচ্চিত্র গেরিলা [দুপুর ৩টা ৫ মিনিট] : পরিচালনা নাসির উদ্দীন ইউসুফ। অভিনয়ে জয়া আহসান, ফেরদৌস, এ টি এম শামসুজ্জামান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। নাটক যুদ্ধশিশু [রাত ৮টা] : অভিনয়ে তানিয়া আহমেদ, আফরোজা বানু, জোভান প্রমুখ। বিশেষ অনুষ্ঠান আমি স্বাধীনতার কথা বলতে এসেছি [রাত ১১টা ৩০ মিনিট]।

৬. আরটিভি
নাটক সাদাসিধে মানুষের কথা [রাত ৮টা] : রচনায় নাসির আল মুনির ও মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনায় হাসান মোরশেদ। অভিনয়ে মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, বিজরী বরকতউল্লাহ, রুমি প্রমুখ।

৭. দেশ টিভি
কনসার্ট মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন [বিকেল ৫টা] : সরাসরি দেখানো হবে সোহরাওয়ার্দী উদ্যান থেকে। গান পরিবেশনায় রথীন্দ্রনাথ রায়, শাহীন সামাদ, তিমির নন্দী, ফকির আলমগীর, মমতাজ, দিতি সরকার, পারভেজ এবং ব্যান্ড সোলস।

৮. মাছরাঙা টিভি
বিশেষ সিনে টিউন [দুপুর ২টা], নৃত্যানুষ্ঠান স্বাধীনতা তুমি [বিকেল ৩টা], নাটক ভোরের প্রসূতি [বিকেল ৩টা ৩০ মিনিট] : পরিচালনা রওনক হাসান। অনুনাটক স্মৃতিঘর [বিকেল ৫টা ৩০ মিনিট], তথ্যচিত্র একাত্তরের শিখা [সন্ধ্যা ৬টা] : গ্রন্থনা ও উপস্থাপনায় রাশেদ আহমেদ। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের স্মৃতিকথা তোমাকে অভিবাদন [সন্ধ্যা ৭টা ৪০ মিনিট] : অতিথি মো. আবদুল হক বীরপ্রতীক। উপস্থাপনায় মেজর (অব.) ওয়াকার হাসান বীরপ্রতীক। নাটক সাহস [রাত ৯টা] : রচনা গুঞ্জন রহমান, পরিচালনা ওয়াহিদ পলাশ। অভিনয়ে তৌকীর আহমেদ, শাহাদাত প্রমুখ। মাছরাঙা বিশেষ [রাত ১০টা ৩৫ মিনিট], সংগীতানুষ্ঠান প্রিয়তম স্বদেশ [রাত ১১টা]।

৯. জিটিভি
যুদ্ধদিনের কথা [সন্ধ্যা ৬টা ৩০ মিনিট] : অনুষ্ঠানে ১৯৭১ সালের যুদ্ধ চলাকালীন সময়কার ইতিহাস বর্ণনা করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা নীনা। স্বাধীনতার প্রতিধ্বনি [রাত ৯টা] : অতিথি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম), গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এবং হাবিবুল আলম (বীরপ্রতীক)।বধ্যভূমির ইতিকথা [রাত ১১টা ১৫ মিনিট] : উপস্থাপনায় জহির রায়হান পুত্র বিপুল রায়হান।

১০. এসএ টিভি
সূর্যোদয়ের গান [রাত ৮টা] : পরিবেশনায় কাদেরী কিবরিয়া, শাহীন সামাদ ও মাহিদুল ইসলাম। উপস্থাপনায় শান্তা জাহান।

ad

পাঠকের মতামত