207802

প্রেমিকার সঙ্গে ভিডিও কলের মাঝেই প্রেমিকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক।।

প্রেমে জটিলতা দেখা দেওয়ায় প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার মাঝেই আত্মঘাতী হলেন ২০ বছরের এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদের নেরেদমেট থানা এলাকায়। মৃত সেই যুবকের নাম আজমীরা সাগর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, স্থানীয় একটি কলেজে ডিপ্লোমার ছাত্র আজমীরা তার বোনের সঙ্গে থাকতেন। গত কয়েক বছর ধরে একটি সম্পর্কেও জড়িয়ে পড়েন তিনি। কয়েকদিন ধরেই সেই সম্পর্কে একটা সমস্যা চলছিল। বুধবার সন্ধ্যা থেকেই আজমীরা ও তার সেই প্রেমিকার মধ্যে নানা বিষয়ে কথা কাটাকাটি চলছিলর।

এদিন বড় বোন সেই সময় বাড়িতে না থাকার সুযোগে, প্রেমিকার সঙ্গে ভিডিও কলে ছিলেন আজমীরা। এরপর বোনের একটি শাড়ি গলায় জড়িয়ে ঘরের সিলিং থেকে ঝুলে পড়ে সে। পড়ে তার বোন বাড়িতে ফিরে দেখতে পান সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সেখানে আসে নেরেদমেট থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ভিডিও ফুটেজ।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে একই রকমভাবে হায়দ্রাবাদে প্রেমিকের সঙ্গে ভিডিও কল করার সময় আত্মঘাতী হয়েছিলেন ২৪ বছর বয়সী এমবিএর ছাত্রী বি হানিশা চৌধুরী। বিডি প্রতিদিন

ad

পাঠকের মতামত