207585

যে কারণে শ্যালিকাকে খুন করে আত্মসমর্পণ!

নিষেধ অমান্য করে ছেলে বন্ধুর সাথে কথা বলায় এক ব্যক্তির বিরুদ্ধে তার শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার উত্তর-পশ্চিম দিল্লির ওয়েলকাম এলাকার এ ঘটনায় ৩১ বছর বয়সী ওই ব্যক্তি আত্মসমর্পণ করেছেন বলে এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলাা হয়।

নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে তার মৃত্যুর খবর দেওয়া হয়। বলা হয়, ওই নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

এরইমধ্যে পুলিশের কাছে ফোন করে ওই নারীর দুলাভাই রাম করণ জানান, তিনিই খুন করেছেন। ছয় ঘন্টা পরে তিনি আত্মসমর্পণ করেন এবং তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে পুলিশকে রাম করণ জানিয়েছেন, সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে তার শ্যালিকার বন্ধুত্ব হয়। ওই ব্যক্তির সঙ্গে কথা বলা নিয়ে তিনি অনেকবারই তাকে সতর্ক করেছিলেন। কিন্তু রাম করণের কথায় কর্ণপাত করেননি তার শ্যালিকা। পরশু রাতে ঘরে ঢুকে তিনি দেখতে পান যে, ওই ব্যক্তির সঙ্গে তিনি ফোনে কথা বলছেন।

এক পর্যায়ে রাম করণ সতর্ক করে বলেন, বিষয়টি তিনি ওই নারীর বোনকে জানিয়ে দেবেন। কিন্তু এতেও কাজ হয়নি। উল্টে শ্যালিকা রাম করণের সঙ্গে তর্ক শুরু করেন।

এরপরই রাগে লোহার শিকল গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে শ্যালিকাকে রাম করণ খুন করেন বলে অভিযোগ।

ad

পাঠকের মতামত