
ব্যবসায়ীকে যেভাবে তুলে নিয়ে গেলো (ভিডিও)
রাজধানীর পরীবাগ থেকে রেজাউর রহমান নামে এক ব্যবসায়ীকে জোর পূর্বক তুলে নিয়েছে র্যাব। অভিযোগ তুলেছে ব্যবসায়ীর স্বজনরা। সুনির্দিষ্ট অপরাধের কারণে আটক করা হয়েছে বলে টেলিফোনে দাবি করেছেন র্যাব।
সিসি ক্যামেরার ফোটেজে দেখা যায়, বুধবার রাত ১০টার দিকে একদল সাদা পোশাকে র্যাব সদস্যরা ব্যবসায়ী রেজাউর রহমানকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এ সময় ব্যবসায়ীর স্ত্রী প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ব্যবসায়ী স্ত্রী বলছেন, আমি বার বার বলছি ওর অপরাধটা কি। কেন ওকে নিযে যাচ্ছেন? ওরা আমার সাথে যা তা ব্যবহার করছে এবং গালাগালি করছে। একটা সময় গাড়ির পেছনে দৌড়ে গেছি, আমি বলছি আমাকে নিয়ে যান। তখন একজন ফিরে আমাকে চড় মারছে এবং বলছে, আমাকে চিনিস আমি ডিবি পুলিশ।
তার স্বামী কখনো কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন না। কেউ শত্রুতা করে এমনটা করতে পারে বলে মনে করেন তিনি। সূত্র: একাত্তর টিভি