207495

কলেজছাত্রীর নগ্ন ছবি দিয়ে ব্যবসা, অতপর…

নিউজ ডেস্ক।।

বকশীগঞ্জে কলেজছাত্রীর নগ্ন ছবি ধারণ করে তা দিয়ে ব্যবসা করার অভিযোগে সাধন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বকশীগঞ্জ বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজারস্থ তার ব্যবসায়িক প্রতিষ্ঠান সাধন টেলিকম থেকে আটক করা হয়। পরে রাতেই সাধনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

সাধন জামালপুরে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকার মুচি সম্প্রদায়ের মণ্ডল রবি দাশের ছেলে। সে কম্পিউটারের মাধ্যমে নতুন বাজার এলাকায় মেমোরিতে গান ডাউনলোডের ব্যবসা করে।
স্থানীয়রা জানান, সাধন বাট্টাজোড় এলাকায় এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে কৌশলে ওই ছাত্রীর নগ্ন ছবি তুলে রাখে।

পরে কলেজছাত্রী সাধনের প্রকৃত পরিচয় জানার পর তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয় সাধন। ওই সব নগ্ন ছবি দিয়ে সে ব্যবসা শুরু করে। মানুষের মোবাইলে মেমোরি কার্ডে গান লোডের পাশাপাশি ওই নগ্ন ছবিও বিক্রি করে দেয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

এলাকার প্রভাবশালীরা মোটা অঙ্কের টাকা নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। মঙ্গলবার রাতে ওসি আসলাম হোসেনের নেতৃত্বে বাট্টাজোড় নতুন বাজার এলাকায় সাধন টেলিকম থেকে সাধনকে আটক করে। বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান, রাতেই সাধনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। উৎস: মানবজমিন।

ad

পাঠকের মতামত