
‘এখনও বিশ্বাস করতে চাই তুমি পাঁচ দিনের ছুটিতে আছো’
নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় ২৬ জন বাংলাদেশী মারা গেছেন। বিমানে বাংলাদেশি যাত্রী ছিলেন ৩৬ জন। বাকি ১০ জন নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফয়সাল,,এদিকে নিহতের তালিকায় দেখা গেছে সাংবাদিক আহমেদ ফয়সালের নামও। স্বজন-সহকর্মীদের সাথে সদা হাস্যোজ্জল, বন্ধুবৎসল বৈশাখী টেলিভিশনের এই স্টাফ রিপোর্টার ভ্রমণপ্রিয় ছিলেন। সুযোগ পেলেই তিনি ঘুরতে বের হন দেশে-বিদেশে। সেই নিয়মেই ছুটিতে থাকা ফয়সাল সোমবার নেপালের উদ্দেশ্যে ইউএস-বাংলার ফ্লাইটের যাত্রী হয়েছিলেন।
প্রবীররতবে যাওয়ার আগে বন্ধু বা সহকর্মী কাউকেই কিছু বলে যায়নি। আর তাই হঠাৎ তার মৃত্যু সংবাদ পেয়ে শোকের ছায়া নেমে এসেছে মিডিয়ামহলে। তার সহকর্মী বৈশাখি টেলিভিশনের সহকারি নিউজ এডিটর প্রবীর বড়ুয়া চৌধুরী এখনো বিশ্বাস করেন সয়সাল পাঁচ দিনের ছুটিতে আছেন।
তিনি প্রিয় সহকর্মী ফয়সালের মৃত্যুতে মর্মাহত হয়ে তার সাথে কাটানো কিছু মধুর স্মৃতি শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘ফয়সাল আমি এখনও বিশ্বাস করতে চাই তুমি পাঁচ দিনের ছুটিতে আছো।’
ছবি ও পোস্ট সাংবাদিক প্রবীর বড়ুয়া চৌধুরীর ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।