207442

ইউপি সদস্যের পরকীয়া প্রেমের অডিও প্রকাশ, এলাকায় তোলপাড়

নীলফামারীর ডোমারে এক ইউপি সদস্যের পরকিয়া প্রেমের ঘটনার অডিও প্রকাশ পাওয়ায় এলাকায় তোলপার শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে, ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব হরিনচড়া গ্রামে।

জানা গেছে, ওই ওয়ার্ডের মেম্বার মাহবুবর রহমান তার প্রতিবেশী শাহিনুর রহমানের স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবত পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। শাহিনুর একজন দিনমজুর হওয়ায় প্রায়শই তাকে কাজের সন্ধানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যেতে হয়। এই সুযোগে তাদের গোপন অভিসার চলতে থাকে।

শাহিনুর তার স্ত্রীর চলা ফেরায় এবং মোবাইল ফোনে কথা বলায় সন্দেহ হলে স্ত্রীর গতিবিধির উপর নজর রাখে। এক পর্যায়ে সম্প্রতি গোপন অভিসারে লিপ্ত অবস্থায় প্রেমিক যুগল শাহিনুরের হাতে ধরা পরে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে মেম্বার মাহবুবর রহমান গোপনে মোটা টাকার বিনিময়ে শাহিনুরের সাথে আপোষ মিমাংসা করে ঘটনা ধামাচাপা দেয়।

এরই মধ্যে মেম্বার মাহবুব ও তার প্রেমিকার কথোপকথনের একটি অডিও প্রকাশ পাওয়ায় ঘটনাটি ওই এলাকাসহ গোটা উপজেলায় চাউর হয়ে পরে।

এ ব্যাপারে মেম্বার মাহবুবরের কাছে জানতে চাইলে তিনি পরকীয়া প্রেমের কথা অস্বীকার করে বলেন,নির্বাচনে পরাজিত পক্ষের লোকজন এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, তাদের কথোপকথোনের অডিওটি শুনেছি। যাহা রটে তা কিছুনা কিছু বটে। এ ব্যাপারে আমার কিছুই বলার নাই।

ad

পাঠকের মতামত