
আরফিন রুমি গান ছাড়ছেন না, তবে…
বিনোদন ডেস্ক।।
গেল কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগীত তারকা আরফিন রুমি গান ছেড়ে দিচ্ছেন বলে বেশ জোর গতিতে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। এ শিল্পীর একটি স্ট্যাটাসকে ঘিরে এ বিষয়টিতে বেশ মর্মাহত হন রুমি ভক্তরা। সেখানে রুমি গান ছেড়ে দেয়ার ইঙ্গিত দেন। ‘আরফিন রুমি গান ছাড়ছেন’ এমন সংবাদ প্রকাশ করে কয়েকটি সংবাদমাধ্যমও। কিন্তু জানা গেছে রুমি গান ছাড়ছেন না, কেবল বিরতি নিয়েছেন। আর বিরতিটা বেশ লম্বা সময়ের।
১৩ মাসের বিরতিতে রয়েছেন এখন রুমি। এর মধ্যে আট মাস কেটে গেছে। আর বাকি আছে পাঁচ মাস। তার মানে রুমি ভক্তদের জন্য সুখবর হলো পাঁচ মাস পর ফের গানে ফিরবেন এ সংগীত তারকা। গত এক যুগে সবচেয়ে কম সময়ে সব থেকে বেশি গান শ্রোতাদের উপহার দিয়েছেন আরফিন রুমি। তার হাত ধরে সংগীতাঙ্গনে অনেক শিল্পীই সফলতা অর্জন করেছেন। গত বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অ্যালবাম ও গানে সরব ছিলেন এ তারকা। তার সুর ও সংগীতে সর্বশেষ লেজারভিশনের ব্যানারে প্রকাশ হয় মিশ্র অ্যালবাম ‘দেহবাজি’।
এরপরই বিরতিতে যান রুমি। কিন্তু বিরতিটা কেন এবং কিসের? উত্তরে আরফিন রুমি বলেন, বিরতিটা আসলে নিজের জন্য, সৃষ্টিকর্তাকে উপলব্ধি করার জন্য। তার মাঝে ডুবে থাকবার জন্য। আমার ধ্যান-জ্ঞান এখন সব আল্লাহর ইবাদত নিয়ে। আমি চেষ্টা করে যাচ্ছি নিজের মতো করে। আসলে আল্লাহর ইবাদতের মধ্যেই কিন্তু প্রকৃত সুখ। সেটা আমি এখন পাচ্ছি। তবে আমার ভক্তরাও আমাকে অনেক মিস করছেন সেটা জানি। আমার মনে হয় পাঁচ মাস পর আমি ফের গানে ফিরতে পারবো।
দেখা যাক কী হয়। আরফিন রুমি এখন পর্যন্ত অনেক জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে আকাশে কান পেতে থাকি, তোমার চোখে আকাশ আমার, বল না কোথায় তুমি, তোমারই পরশ, মনের একলা ঘরে, ভালোবাসি তোমায়, সহেনা যাতনা, খুঁজে খুঁজে, ওরে পিয়া, মন ছুঁয়ে দেখ, তুমি আমার, কিছু কথা আকাশে পাঠাও, সত্যি করে বল, তুমি ছাড়া প্রভৃতি। এছাড়াও তার সুরে শহীদ, কাজী শুভ, শফিক তুহিন, পড়শী, পূজা, নাওমিসহ অনেক শিল্পীই সফলতা অর্জন করেছেন।