207424

‌’আরও ৬০ হাজার ঘণ্টা ওড়ার ক্ষমতা ছিল উড়োজাহাজটির’

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান জানিয়েছেন, নেপালে বিধ্বস্ত উড়োজাহাজটির আরও ৬০ হাজার ঘণ্টা ওড়ার ক্ষমতা ছিল।

বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিন বলেন, ৮০ হাজার ঘণ্টা আকাশে ওড়ার ধারণক্ষমতা ছিল নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলার উড়োজাহাজটির। এর মধ্যে মাত্র ১৯ হাজার ঘণ্টা আকাশে উড়ছে। এটা কোনো ব্যাপারই না। ২০০১ সালে তৈরি উড়োজাহাজটি পুরনো ছিল না। গত ডিসেম্বরেই এটিকে চলাচলের উপযোগী সনদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, পাইলটকে জোর করে উড়োজাহাজ চালানোর কোনো তথ্য তার জানা নেই। তার পরও কোনো অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

বেবিচকপ্রধান বলেন, উড়োজাহাজটি উড্ডয়নের জন্য সম্পূর্ণ উপযোগী ছিল। মাত্র দুই মাস আগে সিভিল এভিয়েশন পরীক্ষা করে উড়োজাহাজটিকে উড্ডয়নের অনুমতি দেয়। এর ইঞ্জিনের অবস্থা ভালো ছিল।

ad

পাঠকের মতামত