207309

সবাই তাকিয়ে আকাশপানে…

গতকাল আর. প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে অনুশীলন শুরু করতে পারেনি বাংলাদেশ। কারণ বৃষ্টি। প্রকৃতিদেবীর কারণে নিদাহাস ট্রফির গত দুটি ম্যাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ শ্রীলঙ্কা-ভারত ম্যাচেও কর্তিত ওভারে খেলা হয়েছে। আজ বাংলাদেশ-ভারত ম্যাচের আগেও আবহাওয়ার বার্তা সুখবর দিচ্ছে না। আজও কলম্বোতে বৃষ্টির জোর সম্ভাবনা আছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিটি ম্যাচ মাঠে গড়ায়। শ্রীলঙ্কার স্থানীয় সময়ের সাথে পার্থক্য আধ ঘণ্টার। বৃষ্টির কারণে সর্বশেষ ম্যাচটি প্রায় দুই ঘণ্টা পর মাঠে গড়িয়েছিল। মধ্যরাত পর্যন্ত চলা ম্যাচগুলো নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অনেক ক্রিকেটারই। তবে টুর্নামেন্টের মাঝপথে সময় পরিবর্তনের কথা ভাবছে না লঙ্কান ক্রিকেট বোর্ড। এতে ক্রিকেটারদের পাশাপাশি বেশ সমস্যা হচ্ছে দর্শকদেরও।

নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে হারের পর পরবর্তী দুই ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে রোহিত শর্মার ভারত। বৃষ্টিবিঘ্নিত সর্বশেষ ম্যাচেও স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। ভারতের দলটি অভিজ্ঞতায় অনেক পিছিয়ে থাকলেও দুর্দান্ত ফর্মে আছে। তবে সকলের প্রত্যাশা, তাদের হারিয়ে মাহমুদ উল্লাহ বাহিনী আজ আবারও নাগিন নৃত্যে মাঠ মাতাবে। এজন্য দরকার প্রকৃতির সুদৃষ্টি। ম্যাচ ভেসে গেলে সব আনন্দই যে মাটি। তাই সবাই তাকিয়ে আকাশপানে…

ad

পাঠকের মতামত