207383

কর্ণফুলির নীচে সুড়ঙ্গ সড়ক তৈরিতে চীন থেকে আসছে ‘টানেলিং মেশিন’

কর্ণফুলি নদীর নীচে সুড়ঙ্গ সড়ক তৈরির কাজে ব্যবহারের জন্য চীন থেকে আমদানী করা হবে বিশ্বের সবচেয়ে বড় ‘শিল্ড টানেলিং মেশিন’। চীনের একটি প্রতিষ্ঠান এই মেশিনটি বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুতির কাজ শেষ করেছে।

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে অবস্থিত তিয়ানহি ম্যাকানিকাল ইকুইপমেন্ট মেনুফেকচারিং কোম্পানি লি.-এই টানেলিং মেশিন তৈরি করেছে। এটি রফতানির মধ্য দিয়ে বাজারে উন্নত দেশগুলোর ‘একচেটিয়া’ দাপট ক্ষুন্ন হবে বলে চীনা প্রতিষ্ঠানটির চিফ ইঞ্জিনিয়ার ঝাউ ঝান জানিয়েছেন। এই মেশিনের ব্যাস ১২.১২ মিটার এবং ওজন ২,২০০ টন। বাংলাদেশে কর্ণফুলি নদীর নীচ দিয়ে ৩,৫০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ সড়ক তৈরির কাজে এই মেশিন ব্যবহার করা হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহমেদ বলেন, এই সুড়ঙ্গপথ নির্মাণ বাংলাদেশের জনগণের একটি স্বপ্ন। আমরা চট্টগ্রাম বন্দরকে চীনের সাংহাইয়ের মতো উন্নত করতে চাই। আলোচ্য সুড়ঙ্গপথ নির্মাণ করা হলে তা চট্টগ্রাম বিমানবন্দর থেকে একটি পরিকল্পিত শিল্প পার্কের দূরত্ব ৪ ঘন্টা থেকে ২০ মিনিটে নামিয়ে আনবে।

ad

পাঠকের মতামত