207344

নেপাল যাচ্ছে ৭ সদস্যের মেডিকেল টিম

নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসাসেবা দিতে সাত সদস্যের একটি মেডিকেল টিম কাঠমান্ডু যাচ্ছে। বৃহস্পতিবার সকালে কাঠমান্ডুর উদ্দেশে এই টিম যাত্রা করবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

সাত সদস্যের এই টিমের নেতৃত্ব দেবেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. লুৎফর কাদের লেলিন।

টিমের অন্য সদস্যরা হলেন- ডা. হোসেন ইমাম, ডা. মনসুর রহমান, ঢামেক হাসপাতালের ডা. ফেরদৌস রহমান, ডা. আব্দুল্লাহ আল মামুন, জাতীয় অর্থপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) ডা. মুশফিকুর রহমান লিটন ও ডা. রিয়াদ মজিদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তারা সেখানে যাচ্ছেন বলেও জানান ডা. সামন্ত লাল।

তিনি বলেন, মেডিকেল টিমটি সেখানকার রোগীদের দেখে পরামর্শ দেবেন। প্রয়োজনে আমাদের দেশের রোগীদের দেশে ফিরিয়ে আনা হবে। এমনকি অন্য দেশেও পাঠানো হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে রোগীর শারীরিক অবস্থার উপর।

প্রসঙ্গত, ঢাকা থেকে ৬৭ জন যাত্রীসহ ৭১ জন আরোহী নিয়ে সোমবার দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় ইউএস-বাংলার ফ্লাইট বিএস ২১১ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। এতে ৫১ জন আরোহী নিহত হন। বাকিরা চিকিৎসাধীন।

মঙ্গলবার রাতে ব্রিফিংয়ে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, উড়োজাহাজে চার ক্রুসহ ৩৬ জন বাংলাদেশি ছিলেন। এদের ২৬ জন নিহত হয়েছেন। উড়োজাহাজের ক্রুরা সবাই নিহত হয়েছেন।

ad

পাঠকের মতামত