
আসছেন শাহরুখ কন্যা সুহানা
ডেস্ক রিপোর্ট।।
বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান। এরই মধ্যে তিনি নিজের চমৎকার সব ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভক্ত তৈরি করতে সক্ষম হয়েছেন। ১৭ বছরেই এ তরুণী এবার কাজ করতে যাচ্ছেন শোবিজে। শিগগিরই একটি ম্যাগাজিনের ফটোশুটে অংশ নিয়ে ঝলমলে দুনিয়ায় যাত্রা শুরু করবেন সুহানা।
গণমাধ্যমকে এমনই খবর জানিয়েছেন সুহানার মা শাহরুখপতœী গৌরী খান। তিনি বলেন, ‘সুহানা একটি ম্যাগাজিনের ফটোশুটে অংশ নেবে।
কিন্তু এখনই আমি ম্যাগাজিনটির নাম বলতে চাচ্ছি না। তবে আনন্দের ব্যাপার হচ্ছে, চলতি বছরই সবাই তা দেখতে পাবেন।’ কিছু দিন আগে শাহরুখ খান মিডিয়ায় বলেছিলেন, সব কিছুর আগে গুরুত্বপূর্ণ হলো সন্তানদের পড়াশোনা শেষ করা।
মেয়েকে নিয়ে শাহরুখ বলেন, ‘সুহানা অভিনেত্রী হতে চায়। তার মধ্যে প্রবল আগ্রহ দেখতে পেয়েছি। আমি মঞ্চে সুহানার পারফরম্যান্সও দেখেছি, সে খুব ভালো অভিনয় করে। চলচ্চিত্রকে ভালোবেসে সে ইন্ডাস্ট্রির একজন হতে চায়।
কিন্তু আমার কথা হচ্ছে, আগে পড়াশোনা শেষ করতে হবে, এর পর অন্য কিছু। আর এ কথাটাই আমি আমার সন্তানদের সব সময় বলে আসছি।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া