
একরাম হত্যা মামলা: ৩৯ জনের ফাঁসি, খালাস ১৬
নিউজ ডেস্ক।।
ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলায় ৩৯ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আমিন উল হক এ আদেশ দেন। রায়ে প্রধান আসামী বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার চৌধুরীসহ ১৬ জনকে খালাস দেওয়া হয়েছে।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে এ মামলায় জামিন পাওয়া আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আমিন উল হক।
আদালত সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি থেকে একরাম হত্যা মামলার যুক্তিতর্ক শুরু হয়। সরকারি ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ১৩ মার্চ মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষ সর্বমোট ৫০ জন সাক্ষীর সাক্ষ্য আদালতে উপস্থাপন করেছে।
মামলার আসামিদের ১৯ জন পলাতক রয়েছেন। তাদের মধ্যে রুটি সোহেল নামের একজন ক্রসফায়ারে নিহত হয়েছেন।