206292

বিশ্বের সর্বোচ্চ বেতন নেন সৌদি বাদশাহ

নিউজ ডেস্ক।।

সৌদি বাদশাহর মাসিক বেতন নিয়ে ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে। লন্ডন থেকে প্রকাশিত মেডল ইস্ট আই মনিটর সৌদি বাদশাহর মাসিক বেতন নিয়ে একটি প্রতিবেদন তৈরী করেছে।

মিডল ইস্ট আই জানিয়েছে, সৌদি বাদশাহর মাসিক বেতন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সারা বছরের বেতন সমষ্টির কয়েক গুন। আর ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে এর বেতনের সাথে তুলনাই করা যায় না।
সৌদি রয়াল কোর্টের একজন ঘনিষ্ঠের বরাতে ব্রিটেনের প্রসিদ্ধ লেখক ডেভিড হেরাষ্ট জানান, প্রতি মাসে বাদশাহর জন্য ৩ বিলিয়ন রিয়াল বরাদ্দ করা হয়। যা ৮০০ মিলিয়ন ডলারের সমমান। প্রতি মাসে ৮০০ মিলিয়ন ডলার ব্যয় করা হয় বাদশাহর জন্য।

উল্লেখ্য, এ সংবাদ এমন সময় প্রকাশিত হলো যখন সৌদি আরবে দুর্নীতির অভিযোগে বিভিন্ন ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে। সূত্র : খালিজ অনলাইন

ad

পাঠকের মতামত