206282

এসবের কারণ জায়েদ খানের মাথা

চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে জায়েদ খানকে দেখেই প্রশ্ন করলাম,’মাথায় কাপড় কেন, নতুন স্টাইল?’ তখন জায়েদ খান ব্যস্ত। এর ফাঁকেই চা দিতে বললেন। প্রশ্নের উত্তর না দিয়ে হাসলেন। কিছুক্ষণ পরেই জসিম ফ্লোরের পাশের অডিটোরিয়ামে চলে গেলেন জায়েদ খাঁ। আমরাও গেলাম। আমরা বলতে সাংবাদিক মহল।

কেননা ওইদিন এফডিসিতে পরীমনির আমন্ত্রণ ছিল। এজন্য উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অনেক টেলিভিশন পরিচালক, সাধারণ মুখসহ অনেকেই উপস্থিত হয়েছিলেন। দেখা গেল অনেক পর্দার মুখ। এর মধ্যে মিশা সওদাগার,শিপন, শান আরাফ,নির্মাতা দীপংকর দীপকেরও দেখা মিলল।

চারটায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও বেশ দেরি হলো। অডিটোরিয়ামের বাইরে দাঁড়িয়ে কে যেন বলল পরীমনি যদি টাইম মেন্টেন করতো পারতো তাহলে সে প্রতিদ্বন্দ্বীহীন এক নম্বর নায়িকা হয়ে থাকতেন তিনি। সেখানে উপস্থিত আরেকজন সাথে সাথেই প্রতিবাদ জানালো। প্রতিবাদকারী বলল- আজ পরীমনি চারটার আগেই এসেছেন।

অডিটোরিয়ামে প্রবেশ করতেই পরীমনি সকল সাংবাদিকদের সাদর সম্ভাষণ জানিয়ে বসার ব্যবস্থা করে দিলেন। খুব সংক্ষেপে কুশল বিনিময় করে ফেললেন। পরীমনির মুড ভালো থাকলে খুব দ্রুত সকলকে আপন করে নিতে পারেন। যেটার রেজাল্ট শুক্রবার পাওয়া গেল।

পরীমনির প্রোডাকশন হাউজ ‘সোনারতরী’র যাত্রা শুরু হবে। মঞ্চে উঠে গেছেন দেবাশীষ বিশ্বাস। তিনি বারবার জানান দিচ্ছেন সবার জন্য কী অপেক্ষা করছে। এর ফাঁকে মঞ্চে পরীমনি এসে এক কিস্তি বক্তব্য দিয়ে গেলেন। বললেন, আপাতত তিনি বেশি কিছু বলতে পারবেন না। এরপর জায়ান্ট স্ক্রিনে দেখানো হলো পরীমনির ‘সোনার তরী’র লোগো।

পরীমনি আমন্ত্রণপত্রের কার্ডে লিখেছিলেন, ‘a good starts means half done’ খুবই চমৎকার বাক্য চয়ন। পরীমনির মনে যে কবিতার বিচরণ রয়েছে তা তার কবিদের প্রতি অনুরাগ দেখেই বোঝা যায়। এজন্য চয়নও করতে পারেন সুন্দর শব্দ, সুন্দর বাক্য, যাতে মেশানো থাকে কাব্যকথা। শুরুটা আসলেই ভালো হলো।

দ্বিতীয় দফায় মঞ্চে পরীমনি উঠে জায়েদ খানকে ডাকলেন। এরপর ডাকলেন তরুণ পরিচালক শামীম আহমেদ রনীকে। আর কারো বুঝতে বাকি রইলো না পরীমনির প্রোডাকশন থেকে প্রথম ছবিটা নির্মাণ করতে যাচ্ছেন রনী, আর নায়ক জায়েদ খান চূড়ান্ত। এদিকে রনী সদ্য নিষেধাজ্ঞার খড়গ কাটিয়ে উঠেছেন।

এবার পরীমনি বলতে শুরু করলেন যে আকস্মিকভাবে কেন এই আয়োজন। তিনি বললেন, আসলে খুব দ্রুত সবগুলো কাজ করতে হলো, এসবের কারণ হলো জায়েদ খানের মাথা। সবাই একটু হা করেই তাকালো হয়তো। জায়েদ খানের মাথা থেকে থেকে কাপড় সরিয়ে ফেলা হলো। দেখা গেল জায়েদ খানের মাথায় নিউ হেয়ার স্টাইল। যে স্টাইল তার লুকে বেশ পরিবর্তন এনেছে।

রনীও একটু ব্যাখ্যা দিলেন। কেননা এই প্ল্যানের উদ্যোক্তাই এই তরুণ নির্মাতা। পরী বললেন, আসলে ওর (জায়েদ খান) মাথা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এটা একটা রহস্য ছিল। ‘ক্ষত’ ছবির নতুন লুকের জন্য নির্মাতা এই পলিসি মেইক করেছেন। এই গরমে জায়েদের মাথায় কাপড় রাখা কঠিন হয়ে যাচ্ছিল আবার কাপড় খুলেও ফেলা যাবে না। যার কারণে গরম থেকে বাঁচতে এই দ্রুত আয়োজন।

জায়েদ খান হাসছিলেন। মাঝে মাঝে তিনিও দু একটি বাক্য যুক্ত করছিলেন। যখন মাথা থেকে কাপড় সরানো হয়েছিল তখন রহস্য উন্মোচন হয়েছিল বটে কিন্তু পোস্টার যখন জায়ান্ট স্ক্রিনে এলো তখন উপস্থিত সকলের চোখ ভড়কে গেল। এ কোন জায়েদ!

চিত্রনায়িকা পরীমনির প্রযোজনা প্রতিষ্ঠান ‘সোনার তরী’ থেকে আসছে প্রথম চলচ্চিত্র ‘ক্ষত’। শুক্রবার বিকেলে বিএফডিসির ৭ নং ফ্লোরে আয়োজিত প্রতিষ্ঠানটির পরিচিতি অনুষ্ঠানে এ ঘোষণা দেয় সোনার তরী।

পরীমনি জানান, প্রযোজনার পাশাপাশি ছবিতে তিনি অভিনয়ও করবেন। তার বিপরীতে থাকছেন জায়েদ খান। ছবিটি পরিচালনা করছেন তরুণ পরিচালক শামীম আহমেদ রনী।

অনুষ্ঠানে ছবিটির পোস্টার উন্মোচন করা হয়। গতানুগতিক ধারার বাইরে ভিন্নধর্মী এক চরিত্রে দেখা মিলেছে জায়েদ খানের। চরিত্রের জন্য ইতিমধ্যেই নিজের হেয়ার স্টাইল পরিবর্তন করেছেন বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনেও চরিত্রের বেশেই হাজির হন তিনি।

ad

পাঠকের মতামত