206175

মুশফিকের নাগিন ড্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়

ব্র্যান্ড হয়ে উঠেছে নাগিন ড্যান্স। যার প্রবক্তা নাজমুল ইসলাম অপু। সর্বশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন এই স্পিনার। রংপুর রাইডার্স শেষ দিকে যখন একের পর এক জয় পাচ্ছিল আর তর তর করে উঠে যাচ্ছিল ওপরের দিকে, তখন বিখ্যাত হয়ে উঠেছিল নাজমুল অপুর সেই নাগিন ড্যান্স। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন তিনি। তখন সেই নাগিন ড্যান্সকে আবারও পরিচিত করে তোলেন অপু।

ঘরোয়াভাবে পরিচিত এই নাগিন ড্যান্স এবার পরিচিতি পেলো বিশ্বব্যাপি। নাজমুল অপুর কল্যাণে নয়। মুশফিকুর রহীমের কল্যাণে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার রাতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য জয়ের নায়ক বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ২১৫ রান যখন অবিশ্বাস্য মনে হচ্ছিল সবার কাছে, তখন ৩৫ বলে ৭২ রানের ইনিংস খেলে একাই মুশফিক এনে দিলেন রেকর্ড গড়া ঐতিহাসিক জয়।

থিসারা পেরেরার বলে একটি সিঙ্গেল নেয়ার পর জয় নিশ্চিত হতেই বাঘের গর্জনে প্রেমাদাসা কাঁপিয়ে তোলেন মুশফিকুর রহীম। পেরেরার পাশে কিছুক্ষণ বাঘের গর্জন তুললেন। মুশফিকের উদযাপন দেখে মনে হচ্ছিল রীতিমত পাগল হয়ে গেছেন তিনি। এরপর উইকেটে এসেই মাথার ওপর সাপের ভঙ্গিতে হাত তুলে হালকা কোমর দুলিয়ে দিলেন সেই বিখ্যাত নাগিন ড্যান্স।

নাজমুল অপুকে ছাড়িয়ে এখন এই নাগিন ড্যান্সের মালিক হয়ে গেলেন মুশফিক। সঙ্গে সঙ্গে সারা ক্রিকেট বিশ্বই যেন মেতে উঠেছে এই নাগিনে। মুশফিককে ৩৫ বলে ৭২ রানের কারণে নয়, যেন চিনতে শুরু করেছে নাগিন ড্যান্স দিয়ে। তার নাগিন ড্যান্সের ভিডিও টুইটারে পোস্ট হওয়ার পরই একের পর এক মজার টুইট করতে শুরু করেন সমর্থকরা।

বিশেষ করে ভারতীয় ‘নাগিন’ সিরিয়ালের চরিত্রের পোস্টারের ছবি এডিট করে মুশফিকের নাগিন ড্যান্সের ছবি বসিয়ে মজার মজার মেমে তৈরি করা হচ্ছে। বলতে গেলে টুইটারে ‘মেমে যুদ্ধ’ তৈরি হয়েছে। কলকাতার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় এ নিয়ে প্রায় প্রতিটি পোস্টের ছবিসহ টুইটগুলো প্রকাশ করেছে।

নাগিন সিরিয়ালের নায়িকাকে মাঝে রেখে দুই পাশে মুশফিকের ড্যান্সের ছবি বসিয়ে বানানো ছবিই ভাইরাল হচ্ছে সবচেয়ে বেশি। ওই ধরনের এক ছবি প্রকাশ করে আরিয়ান আরিয়ামান নামে এক টুইটারিস্ট লিখেন, ‘নাগিন্স (ফিট বাই মুশফিকুর রহীম)- এর নতুন পোস্টার। দেখতে অনেক সুন্দর।’

বলিউড তারকা শ্রীদেবির বিখ্যাত সিনেমা নাগিনার ড্যান্সের সঙ্গে তাল মিলিয়েও তৈরি করা হয়েছে মুশফিকের নাগিন ড্যান্সের ছবি। সেই ছবি টুইটারে পোস্ট করে লিখা হয়েছে, ‘এটা ছিল একটা বিখ্যাত মুভি।’ ক্রিকফ্রিকজ নামে একটি পেজে (শ্রীলঙ্কাকে উদ্দেশ্য করে) লেখা হয়েছে, ‘যখন তোমার বন্ধু ফাইনালি ট্রিট দিল।’

পিযুশ শর্মা নামে একজন লেখেন, ‘ইন্ডিয়ান বিয়ের অনুষ্ঠানে যদি মুশফিকুর রহীম এভাবে নাগিন নাচ দেখাতে থাকেন, তাহলে নিশ্চিত তিনি আরও বিখ্যাত হয়ে উঠবেন।’ অন্য একটি ভিডিওতে মুশফিকের ছবি বসিয়ে তৈরি করা হয়েছে নাগিন ড্যান্সের। সেখানে লেখা হয়েছে, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য নাগ পঞ্চমিতে মুশফিকের এই নাগিন ড্যান্সই হয়ে উঠবে আদর্শ।’

ফারহান নামে একজন টুইট করেছেন, ‘ভারতীয় ধারাবাহিক নাগিন-এ প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন মুশফিকুর রহীম।’ টুইটারে আরেক সমর্থক লেখেন, ‘ম্যাচ জিতে মুশফিকুরের নাগিন ডান্স আমার দেখা ক্রিকেট মাঠের সবচেয়ে মজার দৃশ্য।’

দেবদিপ্ত পাল নামে এক ভারতীয় লিখেছেন, ‘মুশফিকের নাগিন ড্যান্স আমার হৃদয় জিতে নিয়েছে।’ অন্য একটি ছবিতে দেখানো হয়েছে নাজমুল অপুর নাগিন ড্যান্স। যেটাকে অনুসরণ করে পাল্টা নাগিন ড্যান্স দিয়েছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। এরপর মুশফিকের নাগিন ড্যান্স ইতিহাস…।

সবচেয়ে মজার টুইট করেছেন শিবা মোহান্তি নামে একজন। তিনি রবীন্দ্র নাথের যুবক বয়সের একটি ছবি দিয়েছেন এমনভাবে যে, রবীন্দ্রনাথ একটি গাছের নিচে পাথরের উপর হুমড়ি খেয়ে পড়ে এক হাত তুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। লিখেছেন, ‘তিনি (রবীন্দ্রনাথ) নাগিন ড্যান্স দেখেছেন বিয়ের অনুষ্ঠানগুলোতে। এখন দেখছেন আন্তর্জাতিক ক্রিকেটে।’

ad

পাঠকের মতামত